হরিনাম মিষ্টি মধুর নাম
Автор: @aloke কৃষ্ণ কালী অফিসিয়াল /कृष्ण काली अफिसिय़ाल
Загружено: 2025-11-09
Просмотров: 1165
Описание:
🌼 হরিনামের মহিমা
গ্রামের নাম শান্তিপুর। সবুজ মাঠ, পাখির কলতান আর নদীর ধারে বাঁশবনের ফাঁক দিয়ে প্রতিদিন সন্ধ্যায় শোনা যেত এক অপূর্ব ধ্বনি—
“হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে...”
এই কীর্তনের নেতৃত্ব দিতেন গোপাল দাস নামের এক বৃদ্ধ ভক্ত। সারাদিন ভগবানের নাম জপে কাটাতেন, আর সন্ধ্যা হলেই কীর্তনের মণ্ডলী নিয়ে বেরিয়ে পড়তেন গ্রামের পথে পথে।
কিন্তু গ্রামেরই এক যুবক ছিল—রঘু। সে এসব “সংকীর্তন” কে একেবারেই বিশ্বাস করত না। হাসাহাসি করত, কখনো বলত,
“এইসব গানে পেট ভরে না বাবা, কাজ করো, টাকা উপার্জন করো!”
গোপাল দাস শুধু মৃদু হেসে বলতেন,
“বাবা রঘু, একদিন তুই বুঝবি—হরিনামের চেয়ে শক্তি আর কিছু নেই এই জগতে।”
একদিন গ্রামের ওপর দিয়ে ভয়ংকর ঝড় বয়ে গেল। ঘরবাড়ি ভেঙে পড়ল, গাছ উপড়ে গেল, নদীর জল উপচে উঠল। সেই ঝড়ে রঘুর ছোট বোন নদীতে পড়ে যায়। সবাই ব্যস্ত, কেউ কিছু করতে পারছে না। রঘু ছুটে গেল নদীর ধারে—কিন্তু সে জানে না, কাকে ডাকে, কাকে ভরসা করে!
ঠিক তখনই দেখা গেল, গোপাল দাস ও তাঁর কীর্তনদল হাতে করতাল, মৃদঙ্গ নিয়ে নদীর ধারে এসে দাঁড়িয়েছেন।
সবাই মিলে জোরে জোরে গাইতে শুরু করলেন—
“হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে…”
অলৌকিক দৃশ্য! নদীর উত্তাল ঢেউ যেন মুহূর্তে শান্ত হয়ে গেল। রঘুর বোন ভেসে এল তীরে—অক্ষত!
রঘু হাঁটু গেড়ে বসে পড়ল, কাঁদতে কাঁদতে গোপাল দাসের পায়ে পড়ল—
“বাবা, আজ বুঝলাম, হরিনামের শক্তি সত্যিই অসীম। আজ থেকে আমিও তোমাদের সঙ্গে কীর্তনে যোগ দেব।”
সেই দিন থেকে রঘুই হল গ্রামের প্রধান কীর্তনিয়া। প্রতি সন্ধ্যায় তার কণ্ঠে ভেসে আসে সেই পবিত্র ধ্বনি—
“হরে কৃষ্ণ হরে কৃষ্ণ…”
গ্রামজুড়ে শান্তি, আনন্দ আর ভক্তির আলো ছড়িয়ে পড়ল।
---
নৈতিক শিক্ষা:
হরিনাম কেবল গান নয়—এ এক মহৌষধ, যা মনকে শান্ত করে, বিপদ থেকে রক্ষা করে, আর ভক্তির আলোয় জীবনকে পূর্ণ করে তোলে।
হরিনাম মিষ্টি মধুর নাম #shortsfeed #baulgaan #youtubeshorts#youtubeshorts #radhekrishnabhaktisangam #love #sorts #radheshyambhajan #song
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: