মিয়ানমারের সামরিক শক্তির মূলে রয়েছে যে গোপন রহস্য, চোখ কপালে উঠবে জানলে! Myanmar Military Power 2020
Автор: Trendz Now
Загружено: 2020-09-22
Просмотров: 118352
Описание:
সম্প্রতি মিয়ানমার সরকার বাংলাদেশ সীমান্তে সৈন্য সংখ্যা বাড়িয়েছে আশঙ্কাজনক হারে। তাছাড়া কাঁটাতার থেকে খানিকটা দূরত্বে নতুন করে কয়েকটা সেনাচৌকিও স্থাপন করেছে দেশটি, যেখান থেকে বাংলাদেশ সীমান্তে নজরদারি চালাতে পারবে তারা। বান্দরবান সংলগ্ন সীমান্ত এলাকার অন্তত তিনটি পয়েন্টে মিয়ানমারের সৈন্যদের ''ব্যাপক সংখ্যক'' উপস্থিতি দেখা গেছে বলে জানিয়েছেন বাংলাদেশের সেনা কর্মকর্তারা, যেটা বেশ অস্বাভাবিক। হঠাৎ করে কেন সীমান্তে সেনা বাড়ানোর দরকার পড়লো মিয়ানমারের- এই নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই।
এমনিতেই রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমারের সঙ্গে আমাদের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। মাঝেমধ্যেই তো শোনা যায় মিয়ানমার নাকি বাংলাদেশ আক্রমণ করবে, একবার তো তাদের সরকারী ওয়েবসাইটে সেন্টমার্টিন দ্বীপটাকেই তারা মিয়ানমারের অধিকৃত এলাকা হিসেবে ঘোষণা দিয়ে ফেলেছিল। আচ্ছা, সত্যিই যদি কখনও বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের ঝামেলা বাঁধে, তাহলে কি হবে? বাংলাদেশ কি সামরিক শক্তিতে পেরে উঠবে মিয়ানমারের সঙ্গে? সেনাশাসিত এই দেশটার শক্তিমত্তাই বা কিরকম? তাদের পেছনে আর কোন পরাশক্তির হাত আছে? প্রিয় দর্শক, এসব প্রশ্নের উত্তর নিয়েই আমরা সাজিয়েছি আমাদের আজকের ভিডিও। মিয়ানমার সম্পর্কে এমন কোন খুটিনাটি বিষয় নাই যা এই ভিডিওতে রাখিনি। সুতরাং খুব মনযোগসহকারে থাকুন ভিীডওর শেষ মুহুর্তু পর্যন্ত।
#Bangladesh #Myanmar #Military
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: