ঢাকাই ছড়া কবিতার মূলভাব | ঢাকাই ছড়া মিল শব্দ|ঢাকাই ছড়া বুঝে লিখি|dhakai chora kobitar mulvab
Автор: Online Classes Rampur High School
Загружено: 2023-09-23
Просмотров: 15030
Описание:
ঢাকাই ছড়া কবিতার মূলভাব class 7| ঢাকাই ছড়া মিল শব্দ|ঢাকাই ছড়া বুঝে লিখি|dhakai chora kobitar mulvab
• ঢাকাই ছড়া কবিতার মূলভাব | ঢাকাই ছড়া মিল ...
ঢাকাই ছড়ার মূলভাব বা গদ্যরূপ ৭ম শ্রেণির বাংলা
• ঢাকাই ছড়ার মূলভাব বা গদ্যরূপ ৭ম শ্রেণির বাংলা
বাংলা নববর্ষ class 7|বাংলা নববর্ষ class 7 মূলভাব|প্রবন্ধ লিখি|প্রবন্ধ বুঝি|প্রবন্ধের বৈশিষ্ট্য খুঁজি
• বাংলা নববর্ষ class 7|বাংলা নববর্ষ class 7 ...
ঢাকাই ছড়া,ঢাকাই ছড়া ৭ম শ্রেণি বাংলা,ঢাকাই ছড়া অন্নদাশঙ্কর রায়,ঢাকাই ছড়া মূলভাব,ঢাকাই ছড়া,বুঝে লিখি ঢাকাই ছড়া,ঢাকাই ছড়ার মূলভাব,ছড়া,অন্নদাশঙ্কর রায় ঢাকাই ছড়া,সপ্তম শ্রেণির ঢাকাই ছড়ার সারমর্ম,ঢাকাই,ঢাকাই ছড়া কবিতা সপ্তম শ্রেণির বাংলা ৬ষ্ঠ অধ্যায়,'ঢাকাই ছড়া'র মূলভাব বা গদ্যরূপ,ঢাকাই ছড়ার বৈশিষ্ট্য খুঁজি,ঢাকাই ছড়া আবৃত্তি,ঢাকাই ছড়া কবিতার মূলভাব,ঢাকাই ছড়া কবিতা আবৃত্তি,ছড়া গান,ঢাকাই ছড়া অন্নদাশঙ্কর রায় |,ছোটদের ছড়া,ছড়া ও কবিতা,কবিতা ও ছড়া
✨ ঢাকাই ছড়ার সাথে জীবনের সম্পর্ক খুঁজি
🍭কোন বিষয়ের সাথে জীবনের সম্পর্ক খোঁজা মানে জীবনের কোন একটি ঘটনার স্মৃতিচারণ করা যা ঐ বিষয়টির সাথে মিলে যায়। অন্নদাশঙ্কর রায়ের 'ঢাকাই ছড়া' ছড়াটির সাথে আমার মামাবাড়ি যাওয়ার সময় যে আগ্রহ-উদ্দীপনা ও আনন্দ-খুশি জমা হয় তার সাথে মিল রয়েছে। মামা বাড়ি যাওয়ার রাস্তা, রাস্তার দুইপাশের সৌন্দর্য আমার মনে আসতে থাকে। বিদ্যালয়ে ২১ শে ফেব্রুয়ারী মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের বাংলা ভাষার প্রতি আমার গভীর মমতা উপলব্ধি করি লেখকের মত। বাংলা বর্ণমালাগুলো দেখে আমারো মন জুড়ায়।
✨ নমুনা প্রশ্ন ও উত্তর (ঢাকাই ছড়া)
প্রশ্ন উত্তর
ক) ‘ঢাকাই ছড়া’ লেখায় পদ্মাপারে কবি আসছেন
কীভাবে? কত সময় লেগেছিল আসতে?
উত্তর : কবি পদ্মাপারে বিমানে এসেছেন। তাঁর সময় লেগেছিল আধঘণ্টা।
খ) এ ছড়ায় পদ্মা নদীকে কার সঙ্গে তুলনা করা
হয়েছে?
উত্তর : ছড়ায় পদ্মা নদীকে সিন্ধুর সঙ্গে তুলনা করা হয়েছে।
গ) কবির শ্রবণ ও নয়ন জুড়ায় কীসে?
উত্তর : কবির শ্রবণ জুড়ায় বাংলা ভাষায় এবং নয়ন জুড়ায় বন্ধুদের দর্শনে ।
ঘ) খান সেনা ও টিক্কাখান কে বা কারা?
উত্তর : খান সেনা বলতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানি সৈন্যকে বুঝাতো এবং টিক্কা খান ছিলেন মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তান সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের অধিনায়ক।
ঙ) ‘ঢাকাই ছড়া’ লেখার প্রধান বিষয় কী?
উত্তর : ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাঙালিদের বিজয়ের পর কবির কলকাতা থেকে ঢাকায় ভ্রমণ ‘ঢাকাই ছড়া’র প্রধান বিষয়। বিমানের যাত্রাপথ, নদ-নদী, প্রাকৃতিক দৃশ্য, নতুন ঢাকার বর্ণিল রূপ, বাংলাভাষা ও বন্ধুদের প্রতি আবেগ, একাত্তরের নারকীয় হত্যাকাণ্ড ও বাঙালির জয় এবং নতুন সাহিত্য রচনার পটভূমি ছড়াটিতে উপজীব্য হয়ে উঠেছে।
□ এমন কি কোনো স্থান আছে যে ওখানে যাবার জন্য সেই জায়াগাটি তোমাকে ডাকে?
□ ছড়াকার বলেছেন যে বাংলা ভাষায় তার মন জুড়ায়। তোমার কীসে মন জুড়ায়?
□ দৈনন্দিন জীবনের কথা-বার্তা , লেখা, আড্ডা ইত্যাদি কাজে যদি বাংলার ব্যবহার বন্ধ হয়ে যায় তোমার কেমন লাগবে?
✨ ঢাকাই ছড়া এর মূলভাব :
‘ঢাকাই ছড়া’ লেখায় মূলত বাংলা ভাষার প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছে। একইসাথে মুক্তিযুদ্ধ ও মহান বিজয়ে লেখকের গর্ব এবং বাংলা লেখনীর ভবিষ্যৎ নিয়ে আশাবাদের প্রকাশ ঘটেছে।
ছড়াটিতে লেখককে পদ্মানদীর দেশ বাংলাদেশে আমন্ত্রন করা হয়েছে। তিনি আকাশপথে বিমানে চড়ে এদেশে আসার সময় জানালার পাশের আসনে বসে সিন্ধু পর্যন্ত বিস্তৃত পদ্মা নদী দেখতে পেয়েছেন। বাঙালি কবি বাংলা ভাষায় বিমোহিত হন এবং এদেশের বাঙালিদের দেখে চোখ জুড়ান। চারদিকে বাংলাভাষার ব্যবহার দেখে কবি ১৯৫২ সালে পাকিস্তানি সরকারের কথা স্বরণ করেন। ঢাকায় অবস্থিত রাজার বাগ এবং রায়ের বাজার বধ্যভূমিতে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় সহযোগীদের মাধ্যমে করা হত্যাকান্ড স্মরণ করেন। সেই নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধকে কারবালা ও কুরুক্ষেত্রের যুদ্ধের সাথে তুলনা করেছেন। নবীন লেখক সম্প্রদায়কে এসকল তথ্য উন্মোচন করতে বলেছেন। এ মহান মুক্তিযুদ্ধকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার দায় নিতে বলেছেন।
✨ মিল-শব্দ
ব্যাপার-পদ্মাপার
পাড়ি-ঝকমারি
ছাড়া-তাড়া
চাই-ঠাঁই
নদী-অবধি
রেখা-দেখা
শহর-বহর
এসে-দেশে
আশা-ভাষা
দর্শনে -হর্ষণে
দিকে-লিখে
পাকিস্তান-টিক্কা খান
বাজার-পাঁজার
মানসক্ষেত্র-কুরুক্ষেত্র
লিখা-আখ্যায়িকা
সম্প্রদায়-লেখার দায়
✨ পরিবর্তিত- শব্দ (ঢাকাই ছড়া)
আমায়-আমাকে
পেলেম-পেলাম
বিমানেতে-বিমানে
গেলেম-গেলাম
বাতায়ন-জানালা
অবধি-ব্যাপ্তি
নাও-নৌকা
বাদে-পরে
শ্রবণ-কান
দর্শনে -দেখে
হর্ষ-আনন্দ
লিখা-লেখা
✨ ছড়ায় তাল নির্ধারণ
/অবশেষে /পেলেম ছাড়া
/বিমানেতে /ওঠার তাড়া।
/পেয়ে গেলেম /যেমন চাই
/বাতায়নের /ধারেই ঠাঁই।
/এই কি সেই /পদ্মা নদী
/সিন্ধুসম /যার অবধি?
/আঁকাবাঁকা /জলের রেখা
/পালতোলা নাও /যায় যে দেখা।
/একটু বাদে /এ কোন্ শহর
/ঢাকা নাকি? /বেশ তো বহর!
/বিমান যখন /থামল এসে
/পৌঁছে গেলাম /ভিন্ন দেশে।
/মোদের গরব /মোদের আশা
/শ্রবণ জুড়ায় /বাংলা ভাষা।
/বন্ধুজনের /দর্শনে
/নয়ন জুড়ায় /হর্ষণে ।
/বাংলা লিপি /দিকে দিকে
/জয়ের চিহ্ন /গেছে লিখে।
/কোথায় গেল /পাকিস্তান
/খান সেনা আর /টিক্কা খান।
/রাজার বাগ আর /রায়ের বাজার
/বধ্যভূমি /ইটের পাঁজার।
/মেলে দেখি /মানসনেত্র
/কারবালা কি /কুরুক্ষেত্র।
✨ ছড়া থেকে আবেগ শনাক্ত করা
আবেগ হলো আমাদের এমন সব মানসিক অবস্থা যেগুলো চোখে দেখা যায় না।
যেমন: আনন্দ, খুশি, রাগ, বিরক্তি, দুঃখ, বেদনা, প্রেম, অবাক, বিস্ময়, দুঃশ্চিন্তা, হতাশা ইত্যাদি।
□ ‘ডাকল আমায় পদ্মাপার’-এখানে কোন ধরনের আবেগ প্রকাশ পাচ্ছে বলে মনে হয়?
🍭 ইচ্ছা, আকুলতা, মনের টান কোনটি?
□ ‘কোথায় গেল পাকিস্তান, খান সেনা আর টিক্কা খান’-এতে কোন ধরনের আবেগ প্রকাশ পাচ্ছে বলে মনে হয়?
🍭 *গর্ব*, অবজ্ঞা, দুঃশ্চিন্তা, ভয় কোনটি?
□ ‘এই কি সেই পদ্মা নদী, সিন্ধুসম যার অবধি?’ -লাইনে কোন ধরনের আবেগ প্রকাশ পাচ্ছে বলে মনে হয়?
🍭 *বিস্ময়*, অনিশ্চয়তা, ভয় কোনটি?
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: