বাংলাদেশের পাট গাছ থেকে আঁশ ছাড়ানোর কৌশল
Автор: top news rain journalist
Загружено: 2021-07-28
Просмотров: 99
Описание:
পাটকে সোনালী আঁশ বলা হয় কেন?
পাট ও পাটজাত পণ্য এবং দ্রব্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশে প্রতি বছরে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে। এজন্য বাংলাদেশে পাটকে সোনালী আঁশ বলা হয়, পাটের তিনটি ব্যবহার।
বাংলাদেশের জন্য একসময় এই প্রধান অর্থকারী ফসল ছিল এই পাট, বৈদেশিক মুদ্রা অর্জনে পাটের এতো বেশি অবদান ছিল যে পাট বাংলাদেশের কাছে স্বর্নের মত ছিল, আর আঁশের রং অনেকটা সোনালী, আর এই সব মিলিয়ে পাটকে বাংলাদেশের সোনালী আঁশ বলা হয়।
১.পাট দিয়ে তৈরিকৃত রশি পন্যসামগ্রী ও অন্যান্য জিনিসপত্র বেঁধে রাখার কাজে ব্যাবহৃত হয়।
২.পাটের তৈরী কার্পেট ব্যাবহার করা হয়, বাড়িতে, মসজিদে ও অফিস আদালতে।
৩.পাট দিয়ে তৈরীকৃত বস্তা পন্যসামগ্রী বহন করার কাজে ব্যাবহৃত হয়ে থাকে।
পাট (বৈজ্ঞানিক নাম: Corchorus spp)
একটি বর্ষাকালীন ফসল, বাংলাদেশে পাটকে সোনালী আঁশ বলা হয়ে থাকে
ভিডিও সংযুক্ত
নূর হোসেন রেইন
সাঘাটা (গাইবান্ধা) উপজেলা প্রতিনিধিঃ
মোবাইল নং০১৭১৬৬৯৬৬১৩
তারিখ-২8-০৭-২০২০ ইং
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: