বায়োফ্লক কিভাবে তৈরী করবেন মাছ চাষ করার জন্য! How to make biofloc for fish farming!
Автор: NIL OPORAJITA MEDIA
Загружено: 2021-02-09
Просмотров: 257
Описание:
অল্প পুজিতে সল্প জায়গায় বায়োফ্লক তৈরী করে মাছ চাষ করন পদ্ধতি !
রাউন্ড করে সামান্য মাটি কেটে সিমেন্ট বালি দিয়ে ঢালাই দিয়ে পরে চারপাশে লোহা দিয়ে ফ্রেম তৈরী করে এবং ঐ লোহার ফ্রেমের ভিতরের সাইডে ভারি পলিথিন দিয়ে আটকিয়ে এবং তার বাহিরের সাইড দিয়ে ফয়েল দিয়ে আটকিয়ে দিতে হবে যেন পানি না বাহির হতে পারে ! পরে পানির মোটর বসিয়ে পাইপের মাধ্যমে পানি দিয়ে বায়োফ্লকে মাছের পোনা ছারা যাবে! এ ভাবে স্বল্প পুজি দিয়ে বায়োফ্লক তৈরী করে আপনারাও স্বাবলম্বী হতে পারেন।
ধন্যবাদ!
বায়োফ্লক ট্যাঙ্কের পরিবেশ স্বাস্থ্যকর রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অ্যামোনিয়া গ্যাস নিয়ন্ত্রণে রাখা। অতিরিক্ত খাবার ও মাছের মল থেকে প্রতিনিয়ম অ্যামোনিয়া তৈরি হতে থাকে। যথেষ্ট ফ্লক না থাকলে এই ক্ষতিকর মাত্রাতিরিক্ত পরিমানে জমে যাবে। এতে রাতারাতি মারা যাবে পুরো পপুলেশন। অ্যামোনিয়া নিয়ন্ত্রণে রাখার সবচেয়ে বড় হাতিয়ার হলো কার্বোহাইড্রেড। এ কারণে নিয়মিত মোলাসেস বা চিটাগুড় দিতে হবে। সাধারণত সরবরাহকৃত খাবারের ৫০% বা অর্ধেক মোলাসেস দেওয়ার নিয়ম। এখন কোনো কারণে যদি ফ্লক যথেষ্ট তৈরি হচ্ছে না বলে মনে হয় তাহলে মোলাসেস এর চেয়ে কমবেশি করে দেখা যেতে পারে। এর কারণ হলো মাছকে যে খাবারটি দৈনিক দেওয়া হচ্ছে সেটিতে কী পরিমান প্রোটিন বা আমিষ আছে সেটি সঠিকভাবে জানাটা মুশকিল।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: