ব্রেকিং সৌদি অবৈধ প্রবাসীদের দিন শেষ কঠিন আইন জারি করলো সরকার
Автор: Reporter SB
Загружено: 2022-02-24
Просмотров: 2526
Описание:
ব্রেকিং সৌদি অবৈধ প্রবাসীদের দিন শেষ কঠিন আইন জারি করলো সরকার । সৌদিতে আরবে বৈধ প্রবাসীদের পাশাপাশি অনেক অবৈধ প্রবাসীও রয়েছে। তবে বর্তমানে এই অবৈধ প্রবাসীদের আটক করার জন্য সৌদি সরকার নানারকম প্রদক্ষেপ হাতে নিচ্ছে। একের পর এক অভিযান পরিচালনা করছে।
সম্প্রতি সৌদি সরকার সৌদি আরবের সকল নাগরিকদের জানিয়ে দিয়েছেন, তারা যাতে শ্রম আইন লঙ্গনকারী কোন প্রবাসীকে কাজে নিয়োগ না দেয়। আর আইন লঙ্গনকারী কার ও বিষয়ে কোন তথ্য জানা থাকলে ৯৯৯ এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। সৌদিতে যদি বর্তমানে কোন আইন লঙ্গনকারি প্রবাসী ধরা পরে তাহলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। দেশে ফেরত পাঠানোর আগে তার আঙুলের ছাপ রেখে দেওয়া হবে যাতে ঐ ব্যাক্তি ভবিষ্যতে আর কাজের জন্য প্রবেশ করতে না পারে।
সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তর জাউয়াজাত থেকে জানানো হয়েছে সৌদি আরবের আবাসন, শ্রম ও সীমান্ত নীতি লঙ্গন করে কাউকে নিয়োগ দেওয়া হলে বা আশ্রয় দিলে কমপক্ষে ৬ মাসের কারাদন্ড এবং এক লাখ রিয়াল জরিমানা গুনতে হতে পারে। আর যারা পর্যটন ভিসায় সৌদিতে আছেন তাদের ভিসার মেয়াদ শেষ হবার আগেই সৌদি থেকে চলে যতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছেন। বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের প্রতি সৌদি পাসপোর্ট অধিদপ্তর আহবান জানিয়েছেন সৌদি আবাসন নীতি ও সীমান্ত নীতি ভঙ্গ কারী কোন প্রবাসীকে যাতে কাজে নিয়োগ দেওয়া না হয়।
যারা নিয়ম বহির্ভূত কাজ করবে তাদের এক লাখ রিয়াল জরিমানা এবং ঐ প্রতিষ্ঠানে প্রবাসি নিয়োগ অন্তত ৫ বছরের জন্য নিষিদ্ধ করে দেওয়া হবে। আর প্রতিষ্ঠানের মালিক যদি বিদেশি হন তাহলে তাকে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে । সৌদিতে গত এক বছরের অভিযানে প্রায় ২৫ লাখ ৪০ হাজার প্রবাসীকে আটক করা হয়েছে। আপনারা হয়ত সকলেই জানেন সৌদি আরবে বর্তমানে ২২ থেকে ২৫ লাখ বাংলাদেশী প্রবাসি আছে। এদের মধ্যে প্রায় ৬০ হাজার নারী। বিশাল এই শ্রম বাজারে বৈধ প্রবাসীদের পাশাপাশি বহু অবৈধ প্রবাসিও রয়েছে।
Related video :::
সুখবর দিলো প্রধানমন্ত্রী। সর্বশান্ত হলো সৌদি প্রবাসী।
সৌদিতে ছুটি শেষ কাল। চরম নির্যা-তনের শিকার প্রবাসী।দেশে ফিরলো সৌদি প্রবাসী।
যে ভিসা বাতিল ঘোষণা করলো সৌদি। সৌদিতে নতুন ইতিহাসের প্রকাশ।
বিমান নিয়ে প্রবাসীদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী । সৌদি থেকে ৪টি তাজা নিউজ । দেশে প্রবেশে নতুন আইন
সৌদি প্রবাসীদের সতর্ক করলো জেদ্দা কনস্যুলেট - জেল জরিমানা থেকে বাচঁতে চাইলে জেনে নিন ।
সৌদি থেকে বিদায়ের পথে করোনা - আজ মাত্র ৬২৭ করোনা রোগী সনাক্ত। সৌদির আজকের করোনার খবর।
সৌদি থেকে যে খবর এলো । প্রবাসীদের জন্য ভালো খবর আছে । নতুন বিমান যোগ হচ্ছে । ৬টি তাজা নিউজ
Next video :::
ব্রেকিং ,সৌদি অবৈধ প্রবাসীদের দিন শেষ ,কঠিন আইন জারি করলো সরকার,সৌদি আরব,সৌদি আরবের বর্তমান অবস্থা,সৌদি আরবের বর্তমান অবস্থা 2022,সৌদি আরবের আজকের খবর,সৌদি,সৌদি আরব,আজকে সৌদির খবর,সৌদি আরব খবর,সৌদি আরবের আজকের খবর,Reporter SB
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: