দেশ পেরিয়ে বিদেশে !! জামালপুরের কাঁসা শিল্পের বিশ্বজয় !! Copper industry of Bangladesh
Автор: Bioscope Entertainment
Загружено: 2025-10-20
Просмотров: 5417
Описание: জামালপুরের ইসলামপুর উপজেলার কাঁসারীপাড়া — নামটা শুনলেই যেন ভেসে ওঠে ইতিহাস, ঐতিহ্য আর শিল্পের গল্প। একসময় এই ছোট্ট গ্রামটাই ছিল দেশের কাঁসা শিল্পের প্রাণকেন্দ্র। এখানকার তৈরি থালা, গ্লাস, বাটি আর গহনা শুধু বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়েছে খ্যাতি। তৎকালীন বৃটিশ সরকার ১৯৪২ সালে লন্ডনের বার্মিংহামে শহরে সারা বিশ্বের হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন করে। সেই প্রদর্শনীতে জামালপুর জেলার ইসলামপুরের প্রয়াত কাঁশার শিল্পী স্বর্গীয় জগৎচন্দ্র কর্মকার কারুকার্যপূর্ণ কাঁশার শিল্পটি প্রদর্শন করেন। ওই প্রদর্শনীতে ইসলামপুরের কাঁশার শিল্প সর্বশ্রেষ্ঠ বিশ্ব বিখ্যাত শিল্প হিসাবে স্বর্ণ পদক লাভ করে ছিল। দুই শত বছরেরও পুরনো এই ঐতিহ্যবাহী পেশা আজ কেমন আছে? কারা ধরে রেখেছেন এই আদি পেশা? আর জামালপুরের কোথায় এখনও বাজে সেই কাঁসার হাতুড়ির টুংটাং সুর? তা জানাবো আমাদের সহকর্মী শহিদুল ইসলামের ভিডিও চিত্রে, চলুন শুরু করা যাক...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: