দুর্বা ঘাসের দুর্বা ঘাসের ভেষজ ও ওষুধি গুনাগুন//Durbaghaser Upokarita//দূর্বাঘাস এর উপকারিতা
Автор: Tips Barta
Загружено: 2016-08-10
Просмотров: 9559
Описание:
দুর্বা ঘাসের দুর্বা ঘাসের ভেষজ ও ওষুধি গুনাগুন,Durbaghaser Upokarita,দূর্বাঘাস এর উপকারিতা,বাংলা নাম- দূর্বা।
ইংরেজি নাম- Bermuda grass.
বৈজ্ঞানিক নাম- Cynodon dactylon Pers.
পরিবার/গোত্র- Gramineae.
অন্যান্য প্রচলিত নাম : দূর্বা (সংস্কৃত), দূর্বা (বাংলা) দুব (হিন্দি ও উড়িষ্যা) । এ ছাড়া সহস্রবীর্য, শত পার্বিকা প্রভৃতি নামেও এটা পরিচিত ।
পরিচয়ঃ- বহুবর্ষজীবি। বিরুৎ। জানা শুনা আগাছা হিসাবে।
কাণ্ড- বহু শাখায়িত। কাণ্ডে পর্ব গুলো থাকে স্পষ্ট। চ্যাপ্টা রোমহীন। গিটওয়ালা। লালচে। প্রতি পর্ব থেকে শেকড় গজায়। মাটিতে হেলে দুলে চলে বড় হয়।
পাতা- পাতা রেখাকার। কাণ্ডকে পাতার খোল ঢেকে রাখে। গাছের রঙ হালকা সবুজ থেকে গাঢ় সবুজ। পাতা অল্প রোমযুক্ত। প্রান্ত সুচালো।
ফুল-ফুল ধরা কাণ্ড খাড়া,আঙ্গুরের মত পুস্পমজ্ঞুরী শাখাম্বিত। এর পুস্পমজ্ঞুরী ৩টি থেকে ৫টি। পাশের দিকে চ্যাপ্টা। বোঁটা ছাড়া ফুল দুই সারীতে থাকে।
ফল-/বীজ- ফুল থেকে ফল ও বীজ হয়। সবুজ রঙের বীজ ছোট চকচকে। ফুল থেকে বীজ উৎপাদন হয়। এপ্রিল থেকে জুলাই মাসে ফুল ও বীজ পরিপক্ক হয় এবং অল্প কিছুদিনের মধ্যে বীজ থেকে চারা গজায়।
ব্যবহার্য অংশ: পাতা ও শিকড়
রাসায়নিক উপাদান: ট্রাইটারপিনয়েডস,প্রোটিন ও মর্করা থাকে। এছাড়া জৈব এসিড পাওয়া যায়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: