ফজরের নামাজ পরতে ডাকার জন্যে মায়ের পায়ে শিকল দিয়ে বেঁধে শাস্তি দিল কুলাঙ্গার সন্তান!!
Автор: Banglar Gutibazz
Загружено: 2017-07-15
Просмотров: 904
Описание:
দশমাস গর্ভে রেখে কতখানি অবর্ননীয় কষ্টে কোন মা তার সন্তানকে পৃথিবীর আলো দেখায় সে বিষয়ে বিস্তারিত বলার প্রয়োজন বোধকরি নেই। যে গর্ভধারিনী মা সন্তানকে এই পৃথিবীর শত বিপদ থেকে রক্ষা করে তিল তিল করে বড় করেন সেই সন্তান পরিনত বয়সে এসে যখন সেই বৃদ্ধা ’মা’কে সীমাহীন দুর্ভোগ আর অসহনীয় অপমান করেন তখনি প্রশ্নবিদ্ধ হয় মানবিকতা। এমন হাজারো ঘটনা হয়তো চাপাই পড়ে থাকে খবরের আড়ালে । বুকফাটা আর্তনাদে কত মা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে যান এভাবেই তার কোন পরিসংখ্যান নেই।
সন্তানের হাতে নিপীড়নের অনেক ঘটনা চাপা পড়ে থাকলেও কদাচিৎ কিছু ঘটনা সামনে এসে হয়তো খুলে দেয় অনেকের বিবেক। এবার তেমনি এক ঘটনায় প্রশ্নবিদ্ধ হলো বাবা-মায়ের প্রতি সন্তানের সঠিক কর্তব্য।
ঘটনাস্থল সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়নের শিয়ালডাঙ্গা গ্রামে
ঐ গ্রামের বাল্লক ওরফে পুটে গাজীর স্ত্রী জানু পারভীন(৭০) এর ভাগ্যে জুটেছে সন্তানের নিষ্ঠুর নির্মমতা । বৃদ্ধা মায়ের সেবা যত্নের বদলে কুলাঙ্গার সন্তান মা জানু পারভীনকে অবশ্য বৃদ্ধাশ্রমে রাখেননি। মধ্যযুগীয় বর্বরতায় নিজের বাড়িতেই রেখেছেন লোহার শিকলে বন্দী করে। নিজের গর্ভধারিণী মায়ের পায়ে লোহার শিকল দিয়ে মাঝে মাঝে গাছের সাথে আটকে রাখা হয়। অপরাধ! কি এই মায়ের ? অপরাধ না কি ভোর সকালে এই বৃদ্ধা মা তার সন্তানকে নামায পড়তে ডাকা ডাকি করেন ( বৃদ্ধা হবার কারনেই হয়তো এই মা স্বাভাবিকতা ভুলে একটু বেশি ডাকেন) আর এতে করেই ভয়ানক ক্ষিপ্ত সন্তান মায়ের পায়ে দিয়েছেন শেকল!
এলাকাবাসী জানান, পুটে পারভীনের ৫ ছেলে ও ১ মেয়ে। স্বামী মারা গেছে ৩০ বছর আগে। মেয়েকে বিয়ে দিয়েছে। থাকে ছেলেদের সাথে। ছেলে মফিজুল বাদে আর কোন ছেলে বউ তার সাথে দূর্ব্যবহার করে না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে ছেলেদেরকে নামাজের জন্য ডাকে। কিন্তু এই ডাকাডাকি ছোট ছেলে মফিজুল ও তার স্ত্রী সালমার সহ্য হয়না।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: