যেখানে সাক্ষী ছিলেন স্বয়ং আল্লাহ । Bijoy TV
Автор: BIJOY TV
Загружено: 2024-05-02
Просмотров: 202166
Описание:
স্বয়ং আল্লাহকে সাক্ষী রেখে এক হাজার দিনার ঋণ নিয়েছিল বনি ইসরাইলের এক ব্যক্তি। পরে আল্লাহ নিজেই সেই ঋণ শোধ করার ব্যবস্থা করেছেন। কারণ কোনো বাহন না পাওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে তিনি ঋণদাতার কাছে এসে পৌঁছাতে পারেন নি।
বনি ইসরাইলের এক ব্যক্তি এক লোকের কাছে এক হাজার দিনার ঋণ চাইলে ঋণদাতা বলল, কয়েকজন সাক্ষী আনো, আমি তাদের সাক্ষী রাখব। সে বলল, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তখন ঋণদাতা বলল, তাহলে একজন জামিনদার উপস্থিত করো। সে বলল, জামিনদার হিসেবে আল্লাহই যথেষ্ট। ঋণদাতা বলল, তুমি সত্য বলেছ। এরপর তাকে এক হাজার দিনার দিয়ে দিল।
তারপর ঋণগ্রহীতা একদিন সমুদ্রে সফর করল। সে তার কাজ শেষ করে সে যানবাহন খুঁজতে লাগল, যাতে নির্ধারিত সময়ের মধ্যে ঋণদাতার কাছে এসে পৌঁছাতে পারে। কিন্তু সে কোনো বাহন পেল না। তখন সে এক টুকরা কাঠ নিয়ে তা ছিদ্র করে ঋণদাতার নামে একটি চিঠি এবং এক হাজার দিনার তার মধ্যে রেখে ছিদ্র বন্ধ করে সমুদ্রতীরে এসে বলল, হে আল্লাহ! আমি অমুকের কাছে ঋণ নেয়ার সময় বলেছিলাম, সাক্ষী এবং জামিনদার হিসেবে আপনিই যথেষ্ট। এতে সে রাজি হয়। আমি তার ঋণ যথাসময়ে পরিশোধ করার উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু পাইনি। তাই আমি আপনার কাছে সোপর্দ করলাম। এই বলে সে কাঠের টুকরাটি সমুদ্রে ছুড়ে মারল।
এদিকে ঋণগ্রহীতা নৌযানে করে তার মালামাল নিয়ে ফিরে আসে কিনা, সে আশায় ঋণদাতা সমুদ্রতীরে গেল। সেখানে তার চোখ কাঠের একটি টুকরার ওপর পড়ল, যার ভেতরে ছিল দিনার। সে কাঠের টুকরাটি তার পরিবারের জ্বালানি হিসেবে বাড়ি নিয়ে গেল। কাঠটি চেড়ার পর সে দিনার আর চিঠিটি পেয়ে গেল। কিছুদিন পর ঋণগ্রহীতা এক হাজার দিনার নিয়ে এসে হাজির হয়ে বলল, আল্লাহর কসম! আমি আপনার দিনার যথাসময়ে পৌঁছে দেওয়ার জন্য যানবাহনের খোঁজে ছিলাম। কিন্তু আমি এই যে এখন নৌযানে করে এলাম, তার আগে আর কোনো নৌযান পাইনি।
ঋণদাতা বলল, তুমি কি আমার কাছে কিছু পাঠিয়েছিলে? ঋণগ্রহীতা বলল, আমি তো তোমাকে বললামই যে এর আগে আর কোনো নৌযান পাইনি। সে বলল, তুমি কাঠের টুকরার ভেতরে যা পাঠিয়েছিলে, তা আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে শোধ করেছেন।
copyright © A BIJOY TV Production-2024
সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook: / bijoytvlimited
Youtube: / bijoytvofficial
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: