Evergreen bengali song MANNA DEY|BEST OF MANNA DEY| মান্না দের বাংলা গান
Автор: AAJKER BHAVNA
Загружено: 2023-11-04
Просмотров: 47
Описание:
#manna dey
#manna dey best song
#manna dey bengali song
#manna dey song
#manna dey devotional song
#manna dey song bengali
#manna dey hit song
#manna dey
#manna dey bengali song offbit
□□□□□□□□□□□□□□□□□□□□□□□□
মান্না দের কণ্ঠে এই অপূর্ব সংগীতটি আকাশবাণীর মহালয়ার প্রভাতী অনুষ্ঠানে একবারই মাত্র সম্প্রচারিত হয়েছিল
১৯৭৪ সালে আকাশবাণীর মহালয়া প্রভাতী অনুষ্ঠানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চিরাচরিত মহালয়ার অনুষ্ঠান সম্প্রচারিত হয়নি। পরিবর্তে যে অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় সেইটি ছিল' দুর্গতি হারিনি'
আকাশবাণী কর্তৃপক্ষ সে বছর এই নতুন রকমের অনুষ্ঠানটি মহালয়ার দিনে প্রভাতী অনুষ্ঠানে সম্প্রচার করে।
এই অনুষ্ঠানে পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষের সৃজনশীল এবং বিখ্যাত সংগীত শিল্পীরা অংশগ্রহণ করেছিলেন। অনুষ্ঠানটির গানের সুরা রোপ করেছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী এবং সুরকার হেমন্ত মুখোপাধ্যায়।
সেই অনুষ্ঠানে মান্না দের গাওয়া এই গানটি ছিল ।এই অনুষ্ঠানটির মূল আকর্ষণ ছিলেন তৎকালীন বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমার যদিও তার অংশগ্রহণের সময়সীমা ছিল খুবই কম। চিরাচরিতভাবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র কণ্ঠ শুনে অভ্যস্ত বাঙালি মহালয়ার সকালে উত্তম কুমার এর কন্ঠে এই নতুন অনুষ্ঠানে কিছুটা চমকৃত হয়েছিলেন বটে তবে এ কথাও ঠিক, সামগ্রিকভাবে এই অনুষ্ঠানটির একটি শৈল্পিক ও সৃজনশীল তার নতুন মাত্রা আমাদেরকে এক নতুন অনুভবের দিকে উন্মোচন করতে সাহায্য করে। বলাবাহুল্য এই অনুষ্ঠানটির পরবর্তী পর্যায়ে যথেষ্ট বিতর্কিত হয় এবং সাধারণ বাঙালি দর্শক এবং আপামর ভারতবাসী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কন্ঠের মহালয়া আবার শোনার জন্য আগ্রহ প্রকাশ করেন। 'দুর্গতি হারিনি' এই অনুষ্ঠানটি আর পরবর্তী পর্যায়ে আকাশবাণী থেকে সম্প্রচারিত হয়নি ফলত এই অনুষ্ঠানে ব্যবহৃত ও সম্প্রচারিত গানগুলিও দর্শক ও শ্রোতার কাছে প্রায় হারিয়ে যাচ্ছে। হেমন্ত মুখোপাধ্যায় সুরের এই অনুষ্ঠানের প্রতিটি গানই এক নতুন শৈল্পিক ও ভালো লাগার সুরে আবৃত । সুধী শ্রোতাদের কাছে সেই গান আবশ্যিকভাবে একটা অন্য ভাল লাগার স্তরকে পৌঁছে দেবে বলে আমাদের বিশ্বাস।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: