শেরপুরের ঐতিহ্যবাহী কেল্লাপুশী মেলা।। Sherpur’s traditional Kellapushi fair।।বগুড়ার কেল্লাপুশী মেলা
Автор: Grameen Somoy
Загружено: 2022-06-15
Просмотров: 8535
Описание:
বগুড়ার শেরপুর উপজেলার ৫০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী একটি মেলা "কেল্লাপোশী"।তিথি অনুযায়ী প্রতিবছর জৈষ্ঠ্য মাসের দ্বিতীয় রবিবার থেকে বগুড়া জেলার শেরপুর উপজেলার বাসস্ট্যান্ড হতে ১.৫ কিঃমি পশ্চিমে কুসুম্বী ইউনিয়নের কেল্লা ও পোশী গ্রামের বিস্তৃীর্ণ ফাঁকা মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়। এ মেলাটি মাদারের মেলা, জামাই মেলা নামেও পরিচিত।
এই মেলায় বড় মাছ, মিষ্টি হরেক রকম খেলনা, কাঠের ফার্ণিচার, কার খেলা, মোটর সাইকেল খেলা, সার্কাস, যাত্রা সহ আনন্দ বিনোদনের নানা আয়োজন চলে। তিনদিনের মেলার সরকারি অনুমতি নিয়ে মেলা চলে পাচঁদিন। মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষের সমাগম হয়। মেলা উপলক্ষ্যে আশে পাশের শতাধিক গ্রামে নতুন জামাইদের দাওয়াত দেয়া হয়।
বাঁশির সুর : মোঃশহিদুল ইসলাম এবং নরেন্দ্র নাথ।
ঠিকানা : শেরপুর বগুড়া।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: