ঘূর্ণিঝড়ের সময় যে দোয়া পড়বেন || Ghurni jhor ar doa
Автор: My Bengal of Gold
Загружено: 2019-11-09
Просмотров: 131
Описание:
ঘূর্ণিঝড়ের সময় যে দোয়া পড়বেন || Ghurni jhor ar doa
#ঘূর্ণিঝড়ের_দোয়া
ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে রাসুল (সাঃ) বলেছেন, ‘তোমরা বাতাসকে গালি দিও না। যদি তোমরা একে তোমাদের ইচ্ছার বিরুদ্ধে দেখতে পাও তবে আল্লাহর কাছে এই দোয়া করবে_
ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺍِﻧَّﺎ ﻧَﺴْﺌَﺎﻟُﻚَ ﻣِﻦْ ﺧَﻴْﺮِ ﻫَﺬِﻩِ ﺍﻟﺮِّﻳْﺢِ ﻭَ ﺧَﻴْﺮِ ﻣَﺎ ﻓَﻴْﻬَﺎ ﻭَ ﺧَﻴْﺮِﻣَﺎ ﺃُﻣِﺮَﺕْ ﺑِﻪِ ﻭَ ﻧَﻌُﻮْﺫُﺑِﻚَ ﻣِﻦْ ﺷَﺮِّ ﻫَﺬِﻩِ ﺍﻟﺮِّﻳْﺢِ ﻭَ ﺷَﺮِّ ﻣَﺎ ﻓَﻴْﻬَﺎ ﻭَ ﺷَﺮِّ ﻣَﺎ ﺃُﻣِﺮَﺕْ ﺑِﻪِ .
বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি হাজিহির রিহি ওয়া মা ফিহা ওয়া খাইরি মা উমিরাত বিহি, ওয়া নাউজুবিকা মিন শাররি হাজিহির রিহি ওয়া মা ফিহা ওয়া শাররি মা উমিরাত বিহি’ (তিরমিজি, মিশকাত)।
অর্থাৎ: ‘হে আল্লাহ, আমরা তোমার নিকট এ বাতাসের ভালো দিক, এতে যে কল্যাণ রয়েছে তা এবং যে উদ্দেশ্যে তা নির্দেশপ্রাপ্ত হয়ে এসেছে তার উত্তম দিকটি প্রার্থনা করছি। এবং তোমার নিকট এর খারাপ দিক হতে, এতে যে অকল্যাণ রয়েছে তা হতে এবং এটা যে উদ্দেশ্যে আদেশপ্রাপ্ত হয়ে এসেছে তার খারাপ দিক হতে আশ্রয় প্রার্থনা করছি।’
ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এ জাতীয় প্রাকৃতিক দুর্যোগে রাসুল (সাঃ) আল্লাহর কাছে বেশি বেশি তওবা ও ইস্তেগফার করতেন এবং আন্যদেরকেও তা করার নির্দেশ দিতেন। তাই বাংলাদেশের মুসলিমদের উচিত ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আতঙ্কে না ভুগে এসময় বেশি বেশি তওবা করা ও ইস্তেগফার করা। আল্লাহ অবশ্যই আমাদের সবাইকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর সকল অকল্যাণ থেকে হেফাজত করবেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: