অদ্ভুতুড়ে যে ১০ টি প্রাণী চমকে দেবে আপনাকে!
Автор: রহস্য অন্বেষণ
Загружено: 2019-06-25
Просмотров: 537
Описание:
অদ্ভুতুড়ে যে ১০ টি প্রাণী চমকে দেবে আপনাকে!
পৃথিবীতে কত রকমের প্রাণী আছে, তা কি আপনি জানেন? প্রায় ১,৩৬৭, ৫৫৫ মিলিয়ন প্রাণী ও কীট পতঙ্গ এই পৃথিবীতে আছে! এর মধ্যে কয়টি প্রাণীকে আমরা চিনি? গল্পের বইতে অনেক অদ্ভুত অদ্ভুত প্রাণীর ছবি দেখতে পাওয়া যায়। আপনি কি জানেন এই প্রাণীগুলোর অনেকটাই কিন্তু বাস্তবেই আছে। গবেষকরা প্রতিনিয়ত নিত্য নতুন প্রজাতি আবিষ্কার করে যাচ্ছেন। boredpanda এমন সব অদ্ভুত কিছু প্রাণীর ছবি প্রকাশ করেছে। আসুন তাহলে দেখে নেওয়া যাক এই অদ্ভুত প্রাণীগুলো।
( ধৈর্যশক্তি বাড়ানোর ১০টি কার্যকরী কৌশল :
• ধৈর্য শক্তি বাড়ানোর ১০ টি কৌশল যা বদলে দি... )
১। Thorny Dragon
ড্রাগনের মতে দেখতে এই প্রাণীটি মরুভূমিতে দেখতে পাওয়া যায়। এই টিকটিকি জাতীয় প্রাণীটির একটি নকল মাথা আছে। বিপদের সময় প্রাণীটি তার আসল মাথাটি নকল মাথার নিচে লুকিয়ে ফেলে। খসখসে ও আইশযুক্ত ত্বকের অধিকারী হবার কারণে সহজেই এরা পৃথিবীর ভিন্ন ভিন্ন অঞ্চলে বাস করতে সক্ষম। এমনকি দক্ষিণ অস্ট্রেলিয়ার মরুভূমি, যেখানে তাপমাত্রা থাকে প্রায় ৫০ ডিগ্রি এর কাছাকাছি সেখানেও অনেক ধরণের গিরগিটি দেখতে পাওয়া যায়। সমস্ত গায়ে কাটাকাটা অংশ থাকার কারণেই এদের এরকম নামকরণ। এদের খাবারের তালিকায় রয়েছে একমাত্র পিঁপড়া। এরা অনেক ধৈর্যের সাথে ঘন্টার পর ঘন্টা এক স্থানে বসে একটার পর একটা পিঁপড়া খেতে থাকে।
২। Pink Fairy Armadillo
এই দেখতে অনেকটা যুদ্ধজাহাজের মতো এ আজব প্রাণীটির নামও একই রকম অদ্ভুত pink fairy armadillo। প্রাণীটি আর্জেন্টিনা মরুভূমি এলাকায় দেখতে পাওয়া যায়। এরা সাধারণত শুষ্ক মাটিতে গর্ত করে থাকতে পছন্দ করে। ৫ থেকে ৬ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে।
৩। Dumbo Octopus
এবারের প্রাণীটা কিন্তু মোটেও ভয়ংকর না। বরঞ্চ অসম্ভব মায়াকাড়া কার্টুন টাইপের দেখতে। এদের দুইপাশে কানের মত পাখনা রয়েছে। আর সে থেকেই এমন নাম। এদের গণ Grimpoteuthis এ পর্যন্ত আবিষ্কৃত ১৩ টি প্রজাতি রয়েছে। আর প্রতিটাই খুব গভীর সমুদ্রের বাসিন্দা। এরা সাগরের মিডনাইট জোন এ (সমুদ্রপৃষ্ঠ হতে ৩০০০ – ৪৮৭০ মিটার/ ১৩০০০ফিট গভীরে) বসবাস করে যেখানে আলো ঠিকমত পৌছায় না, বা পৌছায়ই না। এরা এমন তুলতুলে শরীর নিয়ে পানির এমন গভীর চাপে কিভাবে টিকে আছে তাও এক রহস্য! এদের মাছের ফুলকার মত কান থাকে।
৪। Red-lipped Batfish (লাল ঠোঁটযুক্ত বাটফিস )
শুধুমাত্র এর ঠোঁটের কারণেই এমন নাম। শুধু মাত্র এর ঠোঁটের ছবি তুলে অন্য এক লাল লিপস্টিক পরিহিত রমণীর ঠোঁটের ছবির পাশে রাখলে কোনটা কার ঠোঁট তা যে কেউ ভুল করতে পারে। এটা সমুদ্রের তলদেশের মাটিতে হেঁটে বেড়ায় এবং নিজের চারপাশে সুরক্ষা ঘের তৈরি করে যাতে কেউ তাকে আক্রমণ করেওতে না পারে।
৫। The Panda Ant
চিলিতে দেখা মিলবে এই পিঁপড়াটি। । পাণ্ডার মত সাদা কালো দেখতে বলে একে পান্ডা অ্যান্ট বলা হয়। দেখতে সুন্দর হলেও এদের কামড় যন্ত্রণাদায়ক। বিষাক্ত কামড় ছোট বিড়াল বা কুকুরের মতো কোনো প্রাণীর জন্য প্রাণঘাতী হতে পারে। .
এ রং নিরাপদ দূরত্ব বজায় রাখতে শিকারি প্রাণীকে দূর থেকেই সতর্ক করে দেয়। .এরা সাধারণত বিভিন্ন ফুলের নির্যাস খায়। এদের জীবনকাল প্রায় ২ বছর।
৬। Venezuelan Poodle Moth
২০০৯ সালে ভেনিজুয়েলায় এই পোকাটি আবিষ্কার করা হয়। ভেনেজুয়েলান পোডেল মথ অসাধারণ, অদ্ভুত এবং কমনীয় প্রজাপতির একটি ছোট প্রাণী এটি চতুর এবং রহস্যময় প্রাণী । এটি আমাদের গ্রহের সবচেয়ে সুন্দর মথ। এই অস্বাভাবিক মথ সম্পর্কে বিজ্ঞান এখনও বেশি কিছূ জানে না ।
৭। Shoebill
সারস পাখির মত দেখতে এই বিশাল পাখিটির নামকরণ করা হয় তার ঠোঁটের কারণে। এইরকম পাখির কথা প্রাচীণ মিশর এবং আরবে গল্পে পাওয়া গেলেও ১৯ শতাব্দীতে এই পাখিটির অস্তিত্ব খুঁজে পাওয়া
যায়। অস্বাভাবিক চেহারা পাখি যা 1.5 মিটার লম্বা এবং 2 মিটারের বেশি বড় হয়। এর বাসস্থান জাম্বিয়া, সুদান, পূর্ব জেরে, রুয়ান্ডা, উগান্ডা এবং পশ্চিম তানজানিয়া এর জলাভূমি এলাকায় সীমাবদ্ধ।
৮। Star-Nosed Mole
তারা মত নাকের কারণে এই প্রাণীটিকে স্টার নোজ মোল বলা হয়। এর নাক ২২টি চিকন মাংসল দিয়ে গঠিত। এটি পূর্ব আমেরিকার অংশগুলি এবং জর্জিয়ার দক্ষিণ পর্যন্ত দক্ষিণ-পূর্ব কানাডা থেকে জলাভূমির অর্ধ-ফুট দীর্ঘ প্রাণী।
৯। Yeti Crab
Yeti Crab এর আরেক নাম Kiwa hirsuta। ২০০৫ সালে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে এর দেখা পাওয়া যায়। এটি প্রায় ১৫ সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। কোস্টা রিকা উপকূলে গভীর সমুদ্র, বিজ্ঞানীরা ক্র্যাব প্রজাতির এই প্রজাতি খুঁজে পেয়েছেন।
১০। Superb Bird of Paradise
নিউ গিনিতে এই সুন্দর পাখিটির দেখা পাওয়া যাবে। চমত্কার পাখি Superb Bird of Paradise এটি আকারে ছোট প্রায় 26 সেমি দীর্ঘ ।
সবশেষে বলব মানুষ জীব প্রজাতির অল্প সংখ্যক আবিষ্কার করেছে । বেশির ভাগ এখনো আবিষ্কৃত হয় নাই ।
আল্লাহ বলেছেন তিনি তোমাদের আরোহণের জন্য ও তোমাদের শোভাবর্ধনের জন্য সৃষ্টি করেছেন ঘোড়া, খচ্চর ও গাধা এবং তিনি সৃষ্টি করেছেন এমন অনেক কিছু যা তোমরা জান না। (নাহল : ৮)
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: