মানুষের হক নষ্টের গুনাহ তওবা করলেও মাফ হবে না- শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ
Автор: The Message of Tawhid
Загружено: 2016-11-25
Просмотров: 15446
Описание:
তোমরা কি জান, নিঃস্ব কে? তাঁরা বল্লেন, ইয়া রসুলুল্লাহ সল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তো তাকেই নিঃস্ব মনে করি, যার কাছে নগদ অর্থকড়ি এবং প্রয়োজনীয় আসবাবপত্র নেই। তিনি বল্লেন, আমার উম্মতের মধ্যে সত্যিকারর্থে নিঃস্ব সে ব্যক্তি যে কেয়ামতের দিন অনেক নামায, রোযা, হজ্জ্ব-যাকাত ইত্যাদি নিয়ে উপস্থিত হবে, কিন্তু দুনিয়াতে গালি দিয়েছিল, কারো বিরুদ্ধে অপবাদ রটিয়েছিল, কারো অর্থকড়ি অন্যায়ভাবে আত্মসাৎ করেছিল, কাউকে হত্যা করেছিল, এবং কাউকে প্রহার করে দুঃখ্য দিয়েছিল। এসব মযলুম সকলেই আল্লাহর সামনে তাদের যুলুমের প্রতিকার দাবী করবে,-ফলে তার (যালিমের) সৎকর্মসমূহ তাদের মাঝে বন্টন করে দেয়া হবে। যদি তার সৎকর্ম নিঃশেষ হয়ে যায় এবং মযলুমের হক বাকি থাকে তবে তার উপর মযলুমের গুনাহ চাপিয়ে দেয়া হবে। অতএব, এ ব্যক্তি সবকিছু থাকা সত্যেও কেয়ামত দিনে নিঃস্ব হয়ে যাবে। সে-ই প্রকৃত নিঃস্ব।
(সহীহ মুসলীম ২য় খন্ড, পৃ: ৩২০)
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: