পলিসিস্টিক ওভারি (Polycystic Ovary)
Автор: Dr.Shahina Begum Shanta
Загружено: 2025-10-03
Просмотров: 1892
Описание:
আসসালামু আলাইকুম,
আমি ডক্টর শাহিনা বেগম শান্তা, আমি BRB হসপিটালে আইভিএফ ও ইনফার্লিটি কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি।
আজকে আমি কথা বলবো পলিসিস্টিক ওভারি নিয়ে!
পলি মানে অনেক, সিস্ট মানে ছোট ছোট পানির থলে।
পলিসিস্টিক ওভারি মানে ছোট ছোট অনেক ডিম্বানু বা ছোট ছোট অনেক সিস্ট কোথায় থাকে সেটা হচ্ছে ওভারিতে থাকে। এটা আসলে মূলত ছোট ছোট অপরিপক্ক ডিম্বানু যা বড় হয়না
ওভারিতে মুক্তা দানার মতও সাজানো থাকে। পলিসিস্টিক ওভারের বৈশিষ্ট্য হচ্ছে ওভারির ভলিয়ম সাধারণতো বেশি হয়, অনেক বেশি ডিম্বানু থাকে যা ওভারির চার পাশে সাজানো থাকে। এটা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে নির্ণয় করা হয়ে থাকে!
আমি যদি বৈশিষ্ট্যগুলো বলি মূলত হচ্ছে গিয়ে হাইপার এন্ড্রোজেনিজম। যেটা হচ্ছে পুরুষ হরমোনের আধিক্য যেটা রোগীকে দেখেও বোঝা যেতে পারে অথবা ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বোঝা যেতে পারে। যেমন হচ্ছে গিয়ে অস্বাভাবিক লোম বা মুখে ব্রণ বা চুল পড়ে যাওয়া সেটা।
দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এন ওভুলেশন মানে ডিম্বানু ঠিকমতো পরিপক্ষ না হওয়া। এতে সাধারণত মাসিক টা অনিয়মিত হয়ে থাকে।
তৃতীয়ত হচ্ছে গিয়ে পলিসিস্টিক ওভারি এন্ড মরফোলজি। যেটার বৈশিষ্ট্য প্রথমেই আমি বললাম যে আল্ট্রাসোনোগ্রাফিতে দেখা যায় ছোট ছোট কালো কালো ডিম্বাণু যেটা মুক্তর দানার মত ওভারি চারদিকে সাজানো থাকে।
সুতরাং সব রকম পলিসিস্টিক ওভারির রোগীদের সব রকম বৈশিষ্ট্য থাকবে না। যাদের সব রকম বৈশিষ্ট্য থাকবে তারা হচ্ছে গিয়ে ফুল ব্লোন পলিসিস্টিক ওভারি। আর যাদের হচ্ছে গিয়ে যেকোন দুইটা পলিসিস্টিক ওভারি থাকবে তারা হয়তো অত প্রকট বৈশিষ্ট্য নিয়ে থাকে না তারা প্রচ্ছন্ন পলিসিস্টিক ওভারির রোগী।
আমরা রোগীর সমস্যা বুঝে কোন ধরনের ফিচার আছে সেটা বুঝে এবং কি ধরনের চিকিৎসা তারা চাচ্ছে সেইভাবে বুঝে পলিসিস্টিক ওভারির রোগীদেরকে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকবো। এবং হচ্ছে গিয়ে এদের বেশিরভাগ পলিসিস্টিক ওভারের রোগীদের যেটা হয় ডিম্বাণু পরিপক্ক হতে সমস্যা হয়। সুতরাং ইনফার্লিটি চিকিৎসার জন্য যারা আমাদের কাছে আসেন তাদেরকে আমরা প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করার পরেই সাধারণত ডিমবাণু তৈরি হওয়ার ওষুধ আমরা দিয়ে থাকি।
এরপর আমরা পলিসিস্টিক ওভার রোগীদের অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলব। যেমন খাদাভাস কি হওয়া উচিত? প্রেগনেন্সিতে কি ধরনের ঝুঁকি হয়ে থাকে? কেন ওজন নিয়ন্ত্রণে আসা উচিত?
কেন পলিসিস্টিক ওভার রোগীদের ডায়াবেটিস হয় বা কেন আমরা মেডফ্রোমিন দিয়ে থাকি
ইত্যাদি। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: