ধনিয়া পাতা চাষ পদ্ধতি। ধনিয়া বীজ বপনের সঠিক পদ্ধতি।
Автор: MAKE A GARDEN
Загружено: 2024-12-22
Просмотров: 134
Описание:
দেশী ধনিয়া পাতা চাষ পদ্ধতি।
ধনিয়া বীজ বপনের সঠিক পদ্ধতি। জমিতে বাড়ির আঙিনায় এবং টবে। কিভাবে বেশি পরিমাণে ধনিয়া পাতার চারা তৈরি করবেন|
How to grow coriander leaves at home, how to grow coriander leaves on the roof, how to grow coriander leaves in tubs,
পাতার জন্য সারাবছর ধনিয়া চাষ করা যায়, জাতভেদে এপ্রিল-জুন মাসের তীব্র গরম বাদে প্রায় সারা বছর ধনিয়া চাষ করা যায়।
কিন্তু
বীজের ক্ষেত্রে শুষ্ক ও ঠাণ্ডা আবহাওয়ার প্রয়োজন।এই জন্য শীতকাল বা রবি মৌসুমে চাষ করতে হয়।
ধনিয়া চাষের জন্য শতক/শতাংশ প্রতি সার
কম্পোস্ট/গোবর ২০-৪০ কেজি
জিপসাম০.৩০০- ০.৪০০ গ্রাম
ইউরিয়া ০.৬০০-০.৭০০ গ্রাম
টিএসপি ০.৪০০-০.৫০০ গ্রাম
এমওপি/পটাশ ০.৩০০-০.৪০০ গ্রাম
গোবর/কম্পোস্ট জমি তৈরীর সময় প্রয়োগ করতে হবে। শেষ চাষের সময় ইউরিয়া সার বাদে টিএসপি এবং অর্ধেক পটাশ সার প্রয়োগ করে বীজ বপন করে হবে।
ইউরিয়া ও অবশিষ্ট পটাশ দুই কিস্তিতে বীজ বপনের ২৫ এবং ৪০ দিন পর প্রয়োগ করতে হবে।
জমি প্রস্তুত:
বেলে দোআঁশ মাটিতে ধনিয়া চাষ ভালো হয়।তাই যেই জমিতে বেশিরভাগ সময় সূর্যের আলো পড়ে এই ধরনের উর্বর জমিকে বাছাই করতে হবে।
ছায়াযুক্ত স্থানে ধনিয়া পাতা খুব বেশি ভালো হয় না।
বীজ বপণের ১৫ থেকে ২০ দিন বা ৩০ দিন আগে
অন্যান্য সবজি চাষের মতোই দুই থেকে তিনটি চাষ দিয়ে জমির মাটি ঝুরঝুরে করে জমিতে ধনিয়া চাষ করতে হবে।
প্রথম চাষের পর জমিতে জৈব সার ও জিপসাম দিয়ে ১০ থেকে ১৫ রেখে দিতে হবে। তৃতীয় বা শেষ চাষের সময় ইউরিয়া সার বাদে টিএসপি এবং অর্ধেক পটাশ সার প্রয়োগ করে বীজ বপন করে হবে।
আর টবের ক্ষেত্রে সুবিধামতো টবে বেলে দোআঁশ মাটি এবং জৈব সার দিয়ে ভিডিও দেখানো পদ্ধতিতে ধনিয়া চাষ করতে হবে।
বীজ বাছাই চাষ পদ্ধতি
ভালো মানের উন্নত হাইব্রিড জাতের নতুন বিজকে সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে বীজের পরিমাণ লাইন বা বেড পদ্ধতিতে (৩৩)শতাংশে এক বিঘায় দেড় থেকে দুই কেজি
আর পুরো জমিতে ছিটিয়ে বুনলে তার দ্বিগুণ বীজ প্রয়োজন হবে।
বীজগুলিকে প্যাকেট থেকে বের করে দুই থেকে তিন ঘণ্টা রোদে শুকিয়ে আবার বীজগুলিকে ঠান্ডা করে। পরিষ্কার পানি দিয়ে ১২ ঘন্টা থেকে ২৪ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে।
ভেজানো বীজগুলিকে পানি থেকে তুলে সরাসরি জমিতে বপন করা যায় অথবা এই বীজগুলিকে কেজি প্রতি ২/৩ গ্রাম ম্যানকোজেব+ কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক দিয়ে সুতি কাপড়ে পেঁচিয়ে ছায়াযুক্ত স্থানে তিন থেকে চার দিন রেখে অঙ্করিত হওয়ার পর জমিতে বপন করা যায়।
জমিতে বপনের পূর্বে শিকড় পচা রোগ থেকে রক্ষা পেতে বপনের আগে ধনিয়া বীজে ভালো কোনও ছত্রাকনাশক দিয়ে বীজগুলিকে অবশ্যই শোধন করে নিতে হবে।
সেই ক্ষেত্রে ছত্রাক নাশক যেমন #ম্যানকোজেব + #কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাক নাশক ৩-৪ গ্রাম এক কেজি বীজের সাথে মিশিয়ে বীজগুলিকে জমিতে বপন করতে হবে।
ছাই দিয়েও বীজগুলিকে রোপন করা যায়।
বীজ বপনের পূর্বে
বিশেষ সতর্কতা পিপড়া বা অন্যান্য পোকামাকড়ের আক্রমণের সম্ভাবনা থাকলে #ক্লোরপাইরিফস (#Chlorpyrifos_20ec) গ্রুপের যে কোন কোম্পানির কীটনাশক দিয়ে বীজগুলিকে বপন করতে হবে. তাহলে পিঁপড়া এবং অন্যান্য পোকামাকড়ের হাতে বীজগুলিকে সুরক্ষিত রাখা যাবে।
জমিতে বীজ বপন করা হয়ে গেলে। মই দিয়ে দিতে হবে।
আর টবে অথবা ছোট আকারে পারিবারিক চাহিদা মেটানোর জন্য যদি আমরা ধনিয়া পাতা চাষ করে থাকি তহলে বীজের উপরে কিছু মাটি দিয়ে দিতে হবে এক থেকে দেড় সেন্টিমিটার।
খুব বেশি মাটির গভীরে বীজ দেওয়া যাবে না তাতে বীজ পচে নষ্ট হওয়ার সম্ভাবনাই বেশি।
বীজ বপণের পাঁচ থেকে ছয় দিনের মধ্যে বীজ থেকে চারা অঙ্কিত হতে শুরু করবে। অঙ্কুরিত হওয়ার পরে ২০ থেকে ২৫ দিনের মধ্যে কোনক্রমে রাসায়নিক কোন সার ব্যবহার করা যাবে না।
মাটি শুকিয়ে গেলে পানি সেচের ব্যবস্থা করতে হবে ।
চারার বয়স যখন ২০থেকে ২৫ দিন এবং ৪০-৪৫ দিন প্রতি শতাংশে ইউরিয়া সার ৩০০-৪০০ গ্রাম এবং MOP/ পটাশ ১৫০/২০০ গ্রাম জমিতে ছিটিয়ে দিতে হবে।
অথবা #NPKS প্রতি ১ লিটার পানিতে তিন থেকে চার গ্রাম হারে দিয়ে স্প্রে করে দেওয়া যাবে।
#How_to_grow_coriander_seeds #coriander_planting
#How_to_grow_coriander_seeds
#How_to_grow_coriander_from_seeds
#care_of_coriander_plant
#coriander_cultivation
#farming_coriander_leaves
#ধনিয়া_চাষের_সঠিক_নিয়ম
#ধনিয়া_চাষ_পদ্ধতি
#ধনিয়া_বীজ_লাগানোর_সঠিক_নিয়ম
#ধনিয়া_চাষ
#আধুনিক_পদ্ধতিতে_ধনিয়া_চাষ
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: