মেয়র প্রার্থী বাবা আতিকুল ইসলামকে কাদালেন মেয়ে বুশরা//DNCC ELECTION 2020
Автор: CRD NEWS
Загружено: 2020-01-26
Просмотров: 3709
Описание:
মেয়র প্রার্থী বাবা আতিকুল ইসলামকে কাদালেন মেয়ে বুশরা//DNCC ELECTION 2020
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলামের জন্য ভোট চেয়েছেন তার একমাত্র মেয়ে বুশরা আফরিন। রবিবার (২৬ জানুয়ারি) সকালে গুলশানের লেক শোর হোটেলে আতিকের নির্বাচনি ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে বাবার জন্য ভোট চান বুশরা।
আতিকুল ইসলামের মেয়ে বুশরা
বুশরা বলেন, ‘মানুষের সঙ্গে মেশার অসম্ভব ক্ষমতা আছে আমার বাবার। তার কাছে কোনও কাজই অসম্ভব না। কখনও লুঙ্গি, গেঞ্জি পরে গান গেয়ে পোষা প্রাণীর সঙ্গে খেলা করেন। আবার কখনও বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলছেন। বাবা আসলে এমনই। কাজের প্রতি মনোযোগী এই মানুষটা আমার বিয়ের ঘরোয়া অনুষ্ঠানেও খুব একটা সময় দিতে পারেননি। তার কাছে দায়িত্ব আগে।’
তিনি বলেন, ‘আমার বাবা আমাকে ছাড়া আর কাউকে আমার মতো ভালোবাসেন না। তিনি যেরকম আমার বাবা, সেরকম একজন নগরপিতাও। সৎ, ব্যক্তিত্ববান, জবাবদিহিতায় বিশ্বাসী একজন মানুষ আমার বাবা। তার প্রতিটি কাজের জবাবদিহিতা নিশ্চিত করেন তিনি।’
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: