কেয়ামতের আলামত, কক্সবাজারে মাটির ফাটলের ভেতরে আগুন,
Автор: SUJON STUDIO
Загружено: 2022-04-19
Просмотров: 28
Описание:
কক্সবাজার সরকারি কলেজের সামনে হাইওয়ে সড়কের পাশে ইলিয়াস মিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ সংলগ্ন স্থানে আকস্মিকভাবে কয়েকটি স্থানের মাটি ফেটে চৌচির হয়ে প্রচন্ড রকমের ধোঁয়া ও আগুন বের হচ্ছে...!!!
ইয়া আল্লাহ তায়ালা আমাদের ক্ষমা করুন এবং আপনার আজাব ও গজব থেকে আমাদের হেফাজত করুন। আমীন।
কক্সবাজার সরকারি কলেজের সামনে চলমান উন্নয়ন কাজের পাশের স্থানে ফেটে খণ্ডিত হওয়া মাটির ভেতর হঠাৎ আগুনের লাভার মতো উদগীরণ বের হওয়ার ঘটনা ঘটেছে।
এমন পরিস্থিতিতে ঘটনাস্থলে উপস্থিত লোকজন স্থির চিত্র ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ আগুনের উৎস নিয়ে যেমন কৌতূহলের সৃষ্টি হয়েছে ঠিক তেমনি কাজ করছে আতঙ্কও।
প্রায় ঘণ্টা ব্যাপী আগুন উদগীরণের পর ফায়ার সার্ভিস দল এসে আগুন নিভিয়ে দেয়। তবে আগুন নিভালেও ধোঁয়া বের হচ্ছিল গভীর রাত পর্যন্ত।
স্থানীয় ব্যবসায়ী শাহী কামরান জানান, বিকেলে একটি গর্ত থেকে ধোঁয়া বের হতে দেখে পথচারীরা। ধীরে ধীরে স্থানটি ফাটল আকারে বড় হতে থাকে। ফাটলের ভেতর আগুনের কয়লার মতো লাভা দেখা যাচ্ছিলো। খবরটি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ার পর লোকজন জড়ো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে অনেকক্ষণ চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে।
কক্সবাজার ফায়ার স্টেশনের সহকারী পরিচালক শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম প্রায় এক ঘণ্টা ধরে পানি ছিটিয়ে আগুন নিভিয়ে দেয়। যেখানে আগুনের লাভা দেখা গেছে জায়গাটি ভরাট এলাকা। মাটির নিচে কোন গাছ বা অন্যকোন আগুন ধারক দ্রব্য থাকতে পারে। ভরাট মাটি ফেটে সেই দ্রব্যে কোন না কোন ভাবে আগুন লাগে। মাটির ভেতর যেহেতু সেই দ্রব্যে লাগা আগুন দীর্ঘক্ষণ তরতাজা রয়েছে বলে মনে করেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
তবে এলাকাবাসীদের মতে, একদিকে রেল স্টেশন, মূল সড়কে উঠার রাস্তা, অপর দিকে প্রধান সড়ক প্রসস্তকরণ ও ড্রেনেজ প্রকল্প সবগুলো একসঙ্গে চলছে। কোথাও থেকে মাটি তোলা হচ্ছে আবার কোথাও ভরাট হচ্ছে মাটি। আবার সেই সবস্থানে ফেলা হচ্ছে বিভিন্ন প্লাস্টিক বর্জ্য ও ময়লা। যেস্থানে আগুন দেখা মিলেছে সে স্থানটি স্থানীয় ও ব্যবসায়ীরা অনেকটা ডাস্টবিনের মতো ব্যবহার করতো। সম্প্রতি রাস্তা সংস্কারের কাজ করার সময় ময়লার উপর মাটি চাপা পড়ে। এছাড়াও ওই স্থান দিয়ে বিটিসিএলের কানেকশন ক্যাবল টানা হয়েছে। ধারণা করা হচ্ছে বর্জ্য ও প্লাস্টিক বর্জ্য হতে কিংবা সিগারেটের আগুন থেকে আগুন লেগে তা ফাটলে ঢুকে গেছে। এখান থেকে ওখানে লেগে আগুনের কয়লার সারি বড় হয়ে লাভার মতো হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান সিকদার বলেন, এলাকার বয়োবৃদ্ধ অনেক মুরব্বিদের দাবি অতীত সময়ে এমন দৃশ্য তারা কখনো দেখেননি। স্যাটেলাইট জীবন সম্পর্কে জানা ব্যক্তিরা পৃথিবীর নানা প্রান্তে পাহাড়ে, মাঠে মাটি ভেদ করে আগ্নেয়গিরির লাভা দেখলেও দেশের মাটিতে এমন দৃশ্য কল্পনাও করেনি। স্থানীয় আলেম সমাজ, বয়োবৃদ্ধরা একে আল্লাহর অলৌকিক নিদর্শন বলে আখ্যায়িত করেছেন। এর মাধ্যমে হয়তো কেয়ামতের নমুনা বা কোন ম্যাসেজ আল্লাহপাক তার বান্দাদের জন্য উপস্থাপন করে থাকতে পারেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: