পুকুরে সহজ ভাবে দেশি টেংরা মাছের চাষ করুন| দেশী টেংরা মাছের চাষ|গুলসা টেংরা মাছ চাষ|টেংরা|tangra
Автор: Fish farmbd 24
Загружено: 2022-12-23
Просмотров: 3358
Описание:
পুকুরে সহজ ভাবে দেশি টেংরা মাছের চাষ করুন|পুকুরে দেশী টেংরা মাছের চাষ|গুলসা টেংরা মাছ চাষ|টেংরা
গুলশা ও দেশি টেংরা মাছের পোনা ক্রয় করার জন্য যোগাযোগ করুন।।
ফিশবাংলা মৎস্য নার্সারি।। বিজয় বর্মন।।
মোবাইল -01734494983(হোয়াটসঅ্যাপ -ইমু)।
সরাসরি হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে।।
#দেশিটেংরা
#গুলসাটেংরামাছেরচাষ
#সহজভাবে_ দেশি টেংরা মাছের _চাষ _পদ্ধতি
প্রিয় মাছ চাষী ভাই বন্ধুরা আপনারা পুকুরে সহজ ভাবে দেশী টেংরা মাছ চাষ করতে পারেন কোন রোগ বালাই ছাড়াই।। বেশি টেংরা মাছ পুকুরে সহজে কোন রোগবালাই আসে না। তাই আপনারা নিশ্চিন্তে দেশি টেংরা মাছ চাষ করতে পারেন পুকুরে। এককভাবেও করতে পারেন বা মিশ্রভাবেও চাষ করা যায় দেশি টেংরা মাছ।
ট্যাংরা মাছের বৈশিষ্ট্য
"""""""""""""""""'''
• ট্যাংরা মাছের দেহ আঁইশবিহীন চকচকে;
• ট্যাংরা মাছ ছোট মাঝারি-বড় বাৎসরিক/ষান্মাষিক/মৌসুমী ইত্যাদি প্রায় সব ধরনের পুকুরেই চাষ করা যায়;
• ট্যাংরা মাছ একক চাষের পাশাপাশি পাবদা ও কার্প জাতীয় মাছের সাথেও মিশ্র c×wZ‡Z চাষ করা যায়;
• এটা ক্যাটফিশ জাতীয় মাছ খেতে খুবই সুস্বাদু;
• চাহিদা ও বাজারমূল্য বেশী থাকায় এই মাছচাষে বেশী আয় করা সম্ভব;
• অধিক ঘণত্বে চাষ করার ক্ষেত্রে এ্যারেটর/প্যাডেল হুইলের ব্যবস্থা রাখলে ভাল উৎপাদন পাওয়া যায়;
• জীবন্ত অবস্থায় বাজারজাত করা যায় ফলে অধিক মুল্য পাওয়া যায়।
ট্যাংরা মাছের খাদ্য ও খাদ্যাভ্যাস
টাংরা মাছ প্রাকৃতিক খাবার যেমন কাইরোনমিড লার্ভা, টিউবিফেক্স ওয়ার্ম, কুচো চিংড়ি, কেঁচো, জলজ পোকা-মাকড়, শ্যাওলা ও পাতার নরম অংশ খেয়ে বড় হয়; সাধারণভাবে ট্যাংরা মাছ সর্বভূক, বটম ফিডার এবং সম্পূরক খাদ্য হিসাবে সরিষার খৈল, চালের কুড়া, ফিসমিল দিয়ে তৈরি খবার খায়। এ ছাড়াও ট্যাংরা মাছ কারখানায় তৈরি ফরমুলেটেড ব্যালান্স ভাসমান খাবার খেয়েও দ্রুত বড় হয়। ট্যাংরা মাছ নিশাচর তাই রাতে খাদ্য গ্রহণে স্বাচ্ছন্দ্য বোধ করে।
মজুদপূর্ব ব্যবস্থাপনা
• ট্যাংরা মাছ চাষের জন্য পুকুর প্রস্তুতি অত্যন্ত গুরুত্ব বহন করে;
• প্রথমে পুকুর শুকিয়ে, তলদেশের কাদা, জৈব অবশেষ অপসারণ করতে হবে;
• পুকুর শুকিয়ে প্রস্তুত করলে মাছচাষকালীন অনেক সমস্যা মুক্ত থাকা যায়;
• পুকুরের পাড় পরিস্কার, মেরামত ও সংস্কার করতে হবে, পুকুরের তলা মই দিয়ে সমান করে দেওয়া ভাল;
• পুকুরের পানি ঢুকানো ও বের করে দেওয়ার জন্য ইনলেট ও আউটলেট থাকা উত্তম;
• পুকুরের চার পাশে নাইলন নেট দিয়ে ঘিরে দিতে হবে যাতে রাক্ষুসে প্রাণী ঢুকতে পারে;
• কোন কারণে পুকুর শুকানো সম্ভব না হলে রোটেনন প্রয়োগ করে রাক্ষুসে ও অবাঞ্চিত মাছ দূর করতে হবে;
• এ ক্ষেত্রে রোটেননের মাত্রা ৯.১% শক্তিমাত্রার রোটেনন ২৫ গ্রাম/শতাংশ/ফুট পানিতে অথবা ৭% শক্তিমাত্রার রোটেনন ৩৫ গ্রাম/শতাংশ/ফুট পানিতে প্রয়োগ করতে হয়। এর বিষক্রিয়ার মেয়াদ: ৫-৭ দিন বিদ্যমান থাকে। পুকুরে রোটেনন প্রয়োগের পরিমাণ খুবই সতর্কতার সাথে নির্ণয় করতে হবে যাতে সকল ধরনের রাক্ষুসে মাছ মারা যায় ;
• যেসব পুকুরে খরতা (Hardness) ২০-৪০ mg/L pH দ্রুত উঠা নামা করে এবং প্রাকৃতিক খাদ্য সহজে উৎপাদন হয় না। এ খরনের পুকুরে প্রতি শতাংশে ১-১.৫ কেজি জিপসাম/ডলোচুন প্রয়োগ করে ক্ষরতার মান বৃদ্ধিকরে নিতে হবে;
• ট্যাংরা মাছের পুকুর প্রস্তুতিতে সার ব্যবহার করার প্রয়োজন নাই;
• পুকুর প্রস্তুতের সময় শতকে ১-১.৫ কেজি চুন প্রয়োগের পাশাপাশি শতকে ১০০ গ্রাম হারে ব্লিচিং পাওডার (৩০% ক্লোরিন যুক্ত) ব্যবহার করতে হবে। চুন পুকুরের তলদেশের কাদার সাথে ভালভাবে মিশিয়ে দিতে হবে;
• পুকুরে প্রাকৃতিক খাদ্য তথা জুপ্লাংক্টন তৈরির জন্য নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করা যেতে পারে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: