আমের নাম ল্যাংড়া হলো কেন? (জানুন এর পিছনের ইতিহাস) ll Lengra mango ll
Автор: Cage Birds World
Загружено: 2021-06-12
Просмотров: 902
Описание:
আমের নাম ল্যাংড়া হলো কেন? (জানুন এর পিছনের ইতিহাস) ll Lengra mango ll
#ল্যাংড়া_আম #আম #mango
আমের এমন নামের কারণ কী?
আসসালামু আলাইকু ভিউয়ার্স....
আশাকরি সবাই ভালো আছেন।
ভিউয়ার্স
সময় এখন আমজনতার। কারণ এখন জনতার হাতে হাতে আম। কত যে বাহারি নামের আম পাওয়া যায় আমাদের বাংলাদেশে। বহু বছর ধরে আভিজাত্য বহন করছে আমের এই অদ্ভুত নামগুলো। কিন্তু প্রত্যেকটি আমের নামকরণের পেছনে রয়েছে ইতিহাস।
যেমন ল্যাংড়া, ফজলি, লক্ষণভোগ, গোপালভোগ, গোপালখাস, গুটি, আশ্বিনা সহ আরো বিভিন্ন জাতের নামের আম।
কিন্তু কখনো কি ভেবেছেন আমের এই নাম গুলো কিভাবো হলো?
নিশ্চয়ই কোন কারণ আছে ল্যাংড়া আমের মত এত সুস্বাদু আমের নাম কেন ল্যাংড়া আম নামটি রাখা হলো।
আমি একাধিক বাংলা ওয়েবসাইট ঘেটে এই আমের নাম রাখার কারণগুলি জানতে পারলাম তাই আপনাদেরকেও জানিয়ে দেবো এই ভিডিওতে আমের এই বিচিত্র নামের পিছনের ইতিহাস।
তো চলুন জেনে নেই আমের এমন নামের কারণ।
ফজলি
কথিত আছে, ১৮০০ সালে ফজলি বিবি নামে এক বৃদ্ধা বাস করতেন গৌড়ের এক প্রাচীন কুঠিতে। তার বাড়ির উঠানেই ছিল একটি আমগাছ। তিনি গাছটির খুব যত্ন নিতেন। ওই এলাকার কালেক্টর রাজভেনশ একবার বৃদ্ধার ঘরের কাছে শিবির স্থাপন করেন। তার আগমনের খবর পেয়ে বৃদ্ধা সেই আম নিয়ে তার সঙ্গে দেখা করেন। রাজভেনশ সেই আম খেয়ে খুবই মজা পান। সেই আমের নাম জানতে চান। কিন্তু ইংরেজি না বুঝে শুধু ‘নেম’ শুনেই নিজের নাম বলে দেন ফজলি বিবি। সেই থেকেই এই আমের নাম ‘ফজলি’।
ল্যাংড়া
মোঘল আমলে দ্বারভাঙায় এই আম চাষ শুরু হয়। কিন্তু তখন কেউ এই আমের নাম নিয়ে মাথা ঘামাননি। পরে আঠারো শতকে এক ফকির খুব সুস্বাদু এই আমের চাষ করেন। সেই ফকিরের পায়ে একটু সমস্যা ছিল। সেই থেকেই নাকি ওই আমের নাম হয়ে যায় ‘ল্যাংড়া’।
লক্ষ্মণভোগ
ইংরেজ বাজারের চণ্ডীপুরের বাসিন্দা লক্ষ্মণ একটি আম গাছ রোপণ করেন। স্বাদে-গন্ধে সেই আম ছিল অতুলনীয়। লক্ষ্মণ চাষির নাম থেকেই লক্ষ্মণভোগ আমের উৎপত্তি।
গোপালভোগ
ইংরেজ বাজারে নরহাট্টার গোপাল নামের এক ব্যক্তি চাষ করেন এ আম। সেই থেকে গোপাল চাষির নামে গোপালভোগের উৎপত্তি হয়।
গোলাপখাস
গন্ধের জন্য বিখ্যাত এ আম। গোলাপ ফুলের মতো গন্ধ থাকায় এই আমকে গোপালখাস নামে ডাকা শুরু হয়। প্রাচীন বাংলার আমগুলোর মধ্যে এটি অন্যতম। এর গায়ে গোলাপের রঙের লালচে আভা রয়েছে।
গুটি
ছোট এক ধরনের আম খেয়ে সেই আঁটি নিজের বাগানে পুঁতেছিলেন মালদহের এক দরিদ্র কৃষক। সেই আঁটি থেকেই জন্ম নিয়েছিল একটি আম গাছ। কাঁচা অবস্থায় টক। কিন্তু পাকলে খুব মিষ্টি। আঁটি বা গুটি থেকে গাছটি জন্মায় বলে আমের নামও হয়ে যায় ‘গুটি’।
আশ্বিনা
আশ্বিন মাসে পাকে যে আম তাকে ‘আশ্বিনা’ বলে। আশ্বিনা জাতের আম গাছে থাকে সাধারণত আগস্ট মাস পর্যন্ত। কিছু কিছু এলাকায় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেও এ আম পাওয়া যায়।
তো ভিউয়ার্স এই হলো আমের সব বিচিত্র নাম রাখার পিছনের গল্প।
আশাকরি আপনাদের কেউ কখনো যদি জিজ্ঞেস করে ল্যাংড়া আমের নাম কেন ল্যাংড়া রাখা হলো তাহলে আপনারা কার সঠিক উত্তর দিতে পারবেন।
আর আমের এই নামগুলোর ইতিহাস সম্পর্কে সত্যতা যাচাইয়ের জন্য আপনারা এই ভিডিওর ডিস্কক্রিপশনে একটি লিংক আছে, সেই লিংকে প্রবেশ করে সত্যতা যাচাই করতে পারেন।
ভিউয়ার্স আশাকরি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
ইনশাল্লাহ্ আগামীতে আরো ভালো কোন তথ্যমুলক ভিডিও নিয়ে হাজির হবো।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ্ হাফেজ।
Source : https://www.jagonews24.com/
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: