তৃণমূলের প্রস্তুতি সভার বৈঠক ও পদযাত্রায় মন্ত্রী পুলক.....
Автор: News Of India
Загружено: 2022-07-20
Просмотров: 64
Описание:
You are watching news of India... For any query or Advertisement,
please contact
8697354351/8910701629 //
২১শে জুলাইয়ের শহীদ সমাবেশ কে সামনে রেখে উলুবেড়িয়া-১নং ব্লকের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চণ্ডীপুর অঞ্চল তৃনমুল কংগ্রেসের আয়োজনে ২১-শে জুলাই-কে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কুলগাছিয়া মিলন ভবনে।উক্ত প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামন্নয়ন মন্ত্রী পুলক রায়,হাওড়া জেলা পরিষদের সদস্যা ঋতুপর্ণা কর,উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সভাপতি দুলাল কর,চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রেজাউল হক মোল্লা,গ্রাম পঞ্চায়েত উপ-প্রধান সহদেব রুইদাস,চণ্ডীপুর অঞ্চল তৃনমুল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ মুখার্জি,তৃণমূল যুব নেতা অঞ্জন রুইদাস সহ তৃণমূল কংগ্রেসের অনান্য বিশিষ্ট নেতৃবৃন্দ।উক্ত সভা থেকে রাজ্যের মন্ত্রী পুলক রায় ২১শে জুলাইয়ের শহীদ দিবস উপলক্ষ্যে সকলকে ধর্মতলায় যাওয়ার আহ্বান জানান এবং এরই পাশাপাশি ২১শে জুলাই-এর সমর্থনে একটি পদযাত্রার আয়োজন হয় কুলগাছিয়া বাজার থেকে চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের কার্যালয় পর্যন্ত।মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামন্নয়ন মন্ত্রী পুলক রায়।এদিনের মিছিলে কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী উপস্থিত ছিলেন এরই সাথে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়ের নির্দেশ মোতাবেক এবং উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সভাপতি দুলাল করের ব্যবস্থাপনায় কুলগাছিয়া থেকে সর্বত্র চলছে শেষ মুহূর্তের মাইকিং প্রচার।চণ্ডীপুর অঞ্চল তৃনমুল কংগ্রেসের পাশাপাশি মহেশপুর অঞ্চল তৃনমুল কংগ্রেসের পথসভার আয়োজন হল বীরশিবপুর চৌরাস্তার মোড়ে উক্ত পথসভায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়া ১নং পঞ্চায়েত সমিতির সভাপতিষসুলতানা বেগম,হাওড়া গ্ৰামীন তৃনমুল কংগ্রেসের সাধারণ সম্পাদক দীপঙ্কর ঘোষ,মহেশপুর গ্রাম পঞ্চায়েত প্রধান কৃষ্ণা দাস,গ্রাম পঞ্চায়েত উপ-প্রধান সেখ সাহাবর,মহেশপুর অঞ্চল তৃনমুল কংগ্রেসের সভাপতি আজিজুল ইসলাম মোল্লা,তৃণমূল নেতা শেখ মুজিবর রহমান সহ তৃণমূল কংগ্রেসের অনান্য বিশিষ্ট নেতৃবৃন্দ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: