২৭৩ কোটি টাকায় রিচার্লিসনকে কিনতে চেয়েছিল আল ইত্তিহাদ! Richarlison । Bijoy TV
Автор: BIJOY TV
Загружено: 2023-09-14
Просмотров: 756
Описание:
#richarlison #রিচার্লিসন
মোহামেদ সালাহকে কিনতে না পারায় শেষ সময়ে এসে টটেনহ্যামের জার্সিতে ধুঁকতে থাকা ব্রাজিলিয়ান তারকা রিচার্লিকে কিনতে চেয়েছিল সৌদি ক্লাব আল ইত্তিহাদ। প্রো লিগের ক্লাবটির সাথে সম্ভাব্য চুক্তি নিয়ে দুই পক্ষ আলাপ করলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়। ইউরোপিয়ন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্রায় ২৭৩ কোটি টাকায় রিচার্লিসনকে কিনে নিতে চেয়েছিল আল ইত্তিহাদ।
শেষ হওয়া দলবদলের বাজারে বাজিমাত করেছে সৌদি প্রো লিগ। করিম বেনজেমা, ফিরমিনোদের ছাড়িয়ে নেইমার-ইবানেজদের পর্যন্তও দলে টেনেছে সৌদি ক্লাবগুলো। তারই অংশ হিসেবে নতুন একজন তারকা খেলোয়াড় কিনতে সম্ভাব্য সব চেষ্টা করেছে আল ইত্তিহাদ।
লিভারপুলের সালাহর জন্য তারা শুরুতে ১১৭ কোটি টাকা প্রস্তাব দিয়েছিল। সেটা শেষ পর্যন্ত ১৭৬ থেকে ২১১ কোটি টাকা পর্যন্ত দরাদরি করতে সমর্থ হয়। কিন্তু তাতে লাভ হয়নি। সে সময় লিভারপুল তাকে বিক্রি করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিল। কাজেই মিশরীয় এ তারকাকে কেনার আশা ছাড়ার পর রিচার্লিসনের দিকে ঝুঁকেছিল প্রভাবশালী সৌদি ক্লাবটি।
এক বছর আগের দলবদলের মৌসুমে রিচার্লিকে ৭০৪ কোটি টাকা দিয়ে কিনেছে টটেনহ্যাম। পুরো মৌসুমে তিনি স্পার্সদের হয়ে গোল করেছেন মাত্র তিনটি। তবে কাতার বিশ্বকাপে তিন গোল করেছিলেন এ সেলেসাও তারকা। এদিকে চলতি মৌসুমে এখনও ব্রাজিল কিংবা টটেনহ্যামের হয়ে গোলের দেখা পাননি এ স্ট্রাইকার।
copyright © A BIJOY TV Production-2023
সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook: / bijoytvlimited
Youtube: / bijoytvofficial
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: