লামা আলীকদম থানচি বান্দরবান আঁকা বাকা পাহাড়ি রাস্তা, ডিম পাহাড় ভ্রমণ..!!
Автор: Uk Bangla Voice
Загружено: 2021-10-01
Просмотров: 1235
Описание:
মাটি থেকে ২৫০০ ফুট উচ্চতায়
পাহাড়ের উপর ৮১ কিলোমিটার রাস্তা....!!
দেশের সবচেয়ে উঁচু সড়ক➤
পাহাড়ের পাদদেশের মাঝখানে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আড়াই হাজার ফুট উঁচুতে সেনাবাহিনীর র্নিমাণ প্রকৌশল বিভাগ টানা এক যুগ কাজ করে নির্মাণ করেছেন বান্দরবানের আলীকদম-থানচি সড়কপথ। আঁকাবাঁকা পিচঢালা পথ বেয়েই যাওয়া যাচ্ছে এক উপজেলা থেকে অন্য উপজেলায়।
পাহাড়ি পথ ধরে যখন আপনি এক উপজেলা থেকে অন্য উপজেলায় পাড়ি দেবেন, তখন আপনার মনে হবে, এখানে কি বৃষ্টি হচ্ছে? না, মেঘ আপনাকে গ্রাস করছে? তখন বুঝতে পারবেন মেঘের সাথে আপনি আলিঙ্গন করছেন। আবার আপনি যখন পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠবেন, দেখতে পাবেন কক্সবাজার সমুদ্র সৈকতের উত্তাল জলরাশির বাঁধভাঙ্গা ঢেউ। আসুন, দেখে যান বান্দরবানের থানচি আবার থানচি থেকে আলীকদম পার্বত্য সৌন্দর্যের নৈস্বর্গিক বান্দরবান।
রূপবতী আলীকদম➤
যেখানে পাহাড়ের বুকে হেলান দিয়ে আকাশ ঘুমায় সে ধরণের এক কাব্যিক মনোরম পরিবেশে মারাইংতং জেদীর অবস্থান। আলীকদম-লামা উপজেলার সীমান্তবর্তী প্রায় ২ হাজার ফুট উঁচু পাহাড় চূড়ায় মারাইংতং স্থানটির অবস্থান। এ পাহাড় চুড়া থেকে প্রকৃতি আর নীলাকাশের সঙ্গে যে কোনো পর্যটক একাকার হয়ে যেতে পারেন।
পাহাড়চূড়া থেকে সোজা পশ্চিমে বিশ্বের বৃহত্তম বেলাভূমি কক্সবাজার সমুদ্র সৈকত অনায়াসে দেখা যায়। তাছাড়া সেখানে দাড়িয়ে প্রকৃতির অপরূপ নৈসর্গিক দৃশ্যাদি অবলোকনের পাশাপাশি এক কাব্যিক পরিবেশের ছন্দময় প্রতিধ্বনি শোনা যায়।
আলীকদম উপজেলা সদর থেকে ১৬/১৭ কিলোমিটার দূরে মারাইংতং জাদীর অবস্থান। আলীকদম-লামা-ফাঁসিয়াখালী সড়কের রেপারপাড়ী এলাকা থেকে পাহাড়চূড়ায় যাওয়ার রাস্তা আছে। রেপারপাড়ী থেকে দক্ষিণমুখী ইটের রাস্তা দিয়ে আঁকাবাঁকা পথ পাড়ি দিয়ে পাহাড়চূড়ায় ওঠার জন্য রয়েছে কাঁচা মাটির রাস্তা।
এই পাহাড়চূড়াকে সর্বপ্রথম বৌদ্ধ ধর্মাবলম্বীরা দৃশ্যপটে নিয়ে আসেন। ১৯৯২ সালে ১০ একর পাহাড়কে ‘মহইদই বৌদ্ধ ধাম্মা জেদী’ নামে একটি কমিটির মাধ্যমে ব্যবস্থা নেয়া হয়। ১৯৯৩ সালে সেখানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে আয়তাকার একটি বৌদ্ধ মূর্তি স্থাপন করা হয়। স্থাপিত বৌদ্ধ জাদীকে ঘিরে প্রতি বছর ‘মারাইংতং মেলা’ নামের একটি উৎসব উদযাপিত হয়ে থাকে। উৎসবে প্রতিবেশী দেশগুলো থেকেও অসংখ্য বৌদ্ধ ভিক্ষু ও দায়ক দায়িকার সমাগম ঘটে। প্রতি বছর এখানে ৩ দিনব্যাপী বৌদ্ধ মেলা হয়।
আলী সুড়ং➤
পার্বত্য উপজেলা আলীকদম সদর থেকে মাত্র তিন কিলোমিটার দূরেই মাতামুহুরী-তৈন খাল ঘেঁষে দাঁড়িয়ে আছে ২ পাহাড়ের চূড়ায় প্রাকৃতিকভাবে সৃষ্ট আলীর গুহা বা আলী সুড়ং। ঝিরি থেকে দেড়শ’ ফুট ওপরে রয়েছে গুহাটি। এলাকায় জনশ্রুতি রয়েছে হয়রত আলী (রা:) কোনো এক সময় ওখানে অবস্থান করেছিলেন। সেখান থেকে গুহাটির নাম দেওয়া হয় আলী সুড়ং বা আলীর গুহা। তবে প্রকৃতির অপরূপ এই গুহাকে ঘিরে রহস্যের শেষ নেই।
পাহাড়ি ঝিরি থেকে গুহায় ওঠা খুবই কষ্টের। পাথরবেষ্টিত গুহাটিতে কিছুদিন আগেও দড়ি বা পাহাড়ের লতা ধরে আস্তে আস্তে উঠতে হতো। পর্যটকদের এই সমস্যার সমাধানে আলীকদম সেনা জোনের উদ্যোগে তিনটি সিঁড়ি বসানো হয়েছে। ফলে পর্যটকরা অনায়াসেই যেতে পারেন গুহা দর্শনে।
গুহাটি দেখতে বেশ ভয়ানক। পাহাড়ের মাঝখানে লম্বাকৃতির এই গুহাটি প্রায় ১শ’ ফুট লম্বা। তার পাশেই আরও দু’টি গুহা রয়েছে। সেগুলোও লম্বায় প্রায় একই রকম। গুহার ভেতরে অন্ধকার। টর্চলাইট বা আগুনের মশাল নিয়ে ঢুকতে হয়। তবে সাবধান, গুহার ভেতরে রয়েছে ছোট বড় চাপা বাদুর। বাদুরগুলো এদিক-ওদিক উড়ে যাওয়ার সময় ভয় পেতে পারেন। তবে কারো কোনো ক্ষতি করে না এরা। ভ্রমণ পিপাসুদের জানিয়ে রাখি, আলীকদম সেনানিবাসের কোলঘেঁষা এই আলী সুড়ং ভ্রমণে কোনো নিরাপত্তাহীনতার ভয় নেই।
গার্ডেন তুলি ও ডিম পাহাড়➤
দেশের সবচেয়ে উঁচু সড়ক আলীকদম-থানচি সড়ক। আলীকদম থেকে ছয় কিলোমিটার দূরে ওই রাস্তার পাশেই গার্ডেন তুলির অবস্থান। যেখানে দাঁড়ালে দার্জিলিং উপভোগ করা যায় অনায়াসেই। এর আশপাশে ক্ষুদ্র নৃগোষ্ঠি ম্রোদের দলবদ্ধ বসবাস।
গার্ডেন তুলি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে থানচি-আলীকদম সীমান্তে ডিমের আকৃতি নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সুউচ্চ এক পাহাড়। যাকে স্থানীয়রা ডিম পাহাড় বলেই চেনে। এই পাহাড়চূড়ায় দাঁড়ালে দেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজারের উত্তাল জলরাশি আর বাঁধভাঙা ঢেউ, পূর্বে মিয়ানমারের মৌন পাহাড় (কালো পাহাড়) আর চারদিকে প্রকৃতির মাদুর বিছানো সবুজের সমারোহ। পড়ন্ত বিকালে এই পাহাড়চূড়ায় দাঁড়িয়ে একটু হাত বাড়ালেই ছোঁয়া যায় দল বেঁধে ভেসে চলা মেঘদলকে।
ভিডিও⇨✔
কক্সবাজার জেলার দর্শনীয় স্থান➤
• কক্সবাজার জেলার দর্শনীয় স্থান
কি গুলো কি ফল বলতে পারেন???➤
• কি গুলো কি ফল বলতে পারেন???
সরকারি জেলেদের জীবনসংগ্রাম চিএ➤
• সরকারি জেলেদের জীবনসংগ্রাম চিএ
Royal Tulip Sea Pearl Beach Resort & Spa Cox's Bazar➤
• Royal Tulip Sea Pearl Beach Resort & Spa C...
ঘুরে আসুন পরিবার নিয়ে কক্সবাজার থেকে➤
• ঘুরে আসুন পরিবার নিয়ে কক্সবাজার থেকে..
কক্সবাজার থেকে টেকনাফ শহর ভ্রমণ সাথে নাফ নদী।➤
• কক্সবাজার থেকে টেকনাফ শহর ভ্রমণ সাথে নাফ নদী।
অসম্ভব সুন্দর জায়গা গোলদিঘীর পাড়, কক্সবাজার.➤
• অসম্ভব সুন্দর জায়গা গোলদিঘীর পাড়, কক্সবাজার.
Subscribe this channel ➤
/ wteinfo
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: