গ্রামীণ মেলাকে বোঝানো অভয়নগরবাসীর স্বপ্নের ভৈরব সেতু |নওয়াপাড়া|যশোর
Автор: Buakom
Загружено: 2025-07-13
Просмотров: 88
Описание:
অভয়নগরবাসীর স্বপ্নের ভৈরব সেতু |নোয়াপাড়া, যশোর-এ গ্রাম এলাকার মেলা বলতে সাধারণত গ্রামীণ মেলাকে বোঝানো হয়। এই ধরনের মেলা সাধারণত বিভিন্ন উৎসব বা পার্বণের সময় অনুষ্ঠিত হয় এবং এতে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের নানা উপাদান দেখা যায়।
নোয়াপাড়া যশোর-এর একটি এলাকা, এবং এখানেও এই ধরনের গ্রামীণ মেলা আয়োজিত হতে পারে। এই মেলায় সাধারণত স্থানীয় কারুশিল্প, খাবার, খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলা গ্রামীণ মানুষের মিলনমেলা এবং লোকজ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল জেলা যশোর। আর এই যশোর জেলার শিল্প ও বন্দরনগরী হিসেবে খ্যাত নওয়াপাড়া ও অভয়নগর বাসীর দীর্ঘদিনের দাবী এই স্বপ্নের ভৈরব সেতু। তাদের দীর্ঘ দিনের সেই স্বপ্নের সেতুটি এখন বাস্তবে রূপ নিয়েছে। নওয়াপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের মশরহাটি এবং শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া এলাকায় নির্মিত হয়েছে অভয়নগরবাসীর স্বপ্নের এই ভৈরব সেতু।
স্বাধীনতা পরবর্তী সময়ে উপজেলার এপারে ৪টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় ব্যাপক উন্নয়ন হলেও ভৈরব উত্তর জনপদের ৪টি ইউনিয়নে তেমন কোনো উন্নয়ন হয়নি। এ কারণে ভৈরব উত্তর জনপদের মানুষের প্রাণের দাবি ছিল ভৈরব নদের ওপর একটি সেতু নির্মাণ করা হোক। দীর্ঘ দিনের চাওয়া পাওয়ার অবসান ঘটিয়ে ২০১৪ সালের ৩০ নভেম্বর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছায় ভৈরব নদের ওপর সেতু নির্মাণের চুক্তি স্বাক্ষরিত হয়। ২০১৫ সালের অক্টোবর মাসে সেতু নির্মাণকাজের উদ্বোধন করা হয়। ৩০ মাসের চুক্তিতে ৭০৩ মিটার দৈর্ঘ্য এবং ৮ মিটার প্রস্থের ভৈরব সেতু নির্মাণের কাজ পেয়েছে ম্যাক্স গ্রুপ নামের একটি সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান। ইতোমধ্যে সেতুর শতভাগ কাজ শেষ হয়েছে। ৭০২.৫৫ মিটার দৈর্ঘ্য এবং ৮.১ মিটার প্রস্থ্যের এই সেতুটি এলজিইডি মন্ত্রণালয় ৭৮ কোটি ৩৯ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করেছে। ভৈরব সেতুটি নির্মান কাজ করছে ম্যাক্স র্যাং কিং জয়েন্ট ভেঞ্চার নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: