করোনা নিয়ে কবিতা। কবি কাঁদে, সভ্যতা কাঁপে .... সাঈফ আবেদীন
Автор: Rupkotha TV
Загружено: 2020-05-30
Просмотров: 183
Описание:
কবি কাঁদে, সভ্যতা কাঁপে
.... সাঈফ আবেদীন
একটু আলিঙ্গন!
এখন না,
অন্যদিন, অন্য কোনো ক্ষণে।
প্রকৃতি মায়ের সন্তান ' পৃথিবীর '
ফুসফুস 'অ্যামাজন' ভষ্ম করেছে সভ্যমানুষ!
অট্রালিকায় আকাশ ছোঁয়ানোর ঔদ্ধত্যে
গর্জে উঠেছিলে-" পৃথিবী আমাদের "।
মা প্রকৃতি কাঁদে, সন্তানের
ফুসফুস পোড়া গন্ধে।
আজ সভ্যমানুষের ফুসফুস
পোড়ানোর যুদ্ধ চলছে।
করোনা বনাম সভ্যতা বিনাশী মানবজাতি।
আমিও সেই যুদ্ধে মানবতার পাশে।
করোনা আমাকে দেখে
আমি দেখি তাকে!
কাঁদছ সোনাপাখি! বিপ্লবী হাতে জল মোছো।
যুদ্ধ থামবেই, আমি আসব।
আমি চে', আমি লেনিন, বুকে প্রীতিলতা
জননীর আঁচলে বেড়ে ওঠা মাস্টারদা।
আমার বুকে বায়ান্ন'র চেতনা
সালাম-বরকত-রফিক-শফিক-জব্বারের শ্লোগান
মুখে একাত্তরের ৭ মার্চের দাসত্ব-মুক্তির
সাহসী 'মুজিবীয় গর্জন।'
একদিন 'প্রকৃতি মা' মমতার হাত বাড়াবেই।
তখন আবার হবে কোলাহল
তুমি দাঁড়িয়ে থেকো
....... অপেক্ষায়।
আলিঙ্গনের জন্য আনব এক আকাশ ভালোবাসা।
দুটি বিপ্লবী হৃদয়ের শ্লোগান ছড়িয়ে
দেব পৃথিবীময় " ভালোবাসাই শক্তি "।
.........
-------------কবি সাঈফ আবেদীনের জন্ম ৩ জুলাই, ১৯৭৩। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামে। মা উন্তি বিবি ও বাবা জয়নুল আবেদীন। তিনি ভাষা আন্দোলনের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বিষয়ক গল্প, উপন্যাস, ছোটদের জন্য অ্যাডভেঞ্চার উপন্যাস লেখেন।
পেশায় তিনি একজন সাংবাদিক। একটি দৈনিক পত্রিকায় সহ-সম্পাদক হিসেবে কর্মরত।
ঢাকা, বাংলাদেশ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: