মেরিন একাডেমির প্রস্তুতি।। Bangladesh Marine Academy. Anirban Defence Tutorial
Автор: Anirban Defence Tutorial
Загружено: 2023-05-19
Просмотров: 4466
Описание:
🧧 মেরিনের ভর্তি পরীক্ষার সম্ভব্য সময় জুন/জুলাই মাসে। এখন পূর্নাঙ্গ প্রস্তুতি গ্রহণে সেরা সময়।
🧧মেরিন ভর্তি পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য
কয়েকটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে-
✅ ভর্তি পরীক্ষা ফুল সিলেবাসের উপর হবে।
✅ প্রত্যেক বিষয়ে আলাদা ভাবে পাশ করতে হবে (৫০% নম্বর)।
✅ ২০০ প্রশ্ন সময় ১২০ মিনিট (প্রতিটি প্রশ্নের সময় ৩৬ সেকেন্ড)।
✅বাংলা, ইংরেজি, GK প্রশ্ন বিসিএস থেকে হয়।
✅ সাধারণত ৮০% বা তার অধিক নম্বর পেলে সরকারি মেরিন একাডেমিতে চান্স পাওয়া যায় ।
আগামী ২৭ এপ্রিল, ২০২৩ তারিখ থেকে নতুন ব্যাচের কোচিং ক্লাস শুরু হবে।
✅ কোচিং ফি বিশেষ ছাড় (যাদের SSC ও HSC GPA 5 আছে তাদের কোচিং ফি আরো কম)।
✅ সকল বিষয়ের লেকচার শিট
✅ প্রতিটি ক্লাস ২ ঘন্টা। প্রতিটি ক্লাসের আগে ৩০ মিনিট পরীক্ষা।
✅ দেওয়া হবে মেরিন ক্যাডেট ভর্তি গাইড।
🧧🧧মেরিন পড়াশুনা করার বা মেরিনার হওয়ার সুবিধা এবং অসুবিধা দুটোই আছে -
নিম্নে মেরিন অফিসার/মেরিন ইঞ্জিনিয়ার হওয়ার কিছু সুবিধা সমূহ দেওয়া হলো:
✅ পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছরের অনার্স ব্যাচেলর অফ মেরিটাইম সাইন্স।
✅ প্রথম ২ বছর একাডেমিক ট্রেনিং (খরচ ৯৯ হাজার টাকা মাত্র)। ৩য় বছর
ইন্টার্নশীপ (বেতন পাবে ৪ লক্ষ টাকা প্লাস)। ৪র্থ বছর বি এম এস ফাইনাল
ইয়ার ।
✅ এ পেশায় ১০/১২ বছর পর অনেকেই প্রতি মাসে বেতন পায় ১০ লক্ষ টাকা প্লাস
✅ মেরিন একাডেমী থেকে ৪ বছরের অনার্স শেষ করে জাহাজে চাকরি করা ছাড়াও /ব্যাংক সহ অন্যান্য সরকারি/বেসরকারি Job সেক্টরে কাজের সুযোগ রয়েছে।
মেরিন ক্যাডেট ভর্তি পরীক্ষা ৩টি ধাপে হয়:
প্রথম ধাপ- ১০০ নম্বর লিখিত(MCQ)
5 টি সাবজেক্টে প্রশ্ন হবে
১. বাংলা
২. ইংরেজি
৩. সাধারণ জ্ঞান
৪. পদার্থ বিজ্ঞান (ফুল সিলেবাস)
৫. গণিত (ফুল সিলেবাস)
✅মোট ২০০ টি MCQ থাকবে।
✅ সময় ১২০ মিনিট ।
✅কোনো নেগেটিভ নম্বর নেই)।
২য় ধাপ:
ফিজিক্যাল ফিটনেসের ও সাঁতার
এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভাইভা দেওয়া র সুযোগ পায়।
(বি:দ: মেরিন গাইড কোচিং এর কোন Student ফিজিক্যাল ফিটনেসের ও সাঁতারে বাদ পড়ে না)।
৩য় ধাপ:
ভাইভা পরীক্ষা
মোট ১৬টি বিষয়ে আলাদা ভাবে প্রশ্ন থাকবে।
কেন অনির্বাণ ⁉️
🔖 ১৯ বছরের প্রশিক্ষণ কেন্দ্র।
🔖 সকল ক্লাস সরাসরি মেরিনার গণ নিয়ে থাকেন।
🔖 উন্নত পরিবেশ ও ক্লাস রুম।
🔖 গত বছর সরকারি একাডেমি তে ৭৭ জনের চূড়ান্ত সাফল্য।
⁉️ কোর্স ফি -
🔰 ফুল কোর্স -১৮০০০/-(লিখিত)
🔰 ১ মাসের শর্ট কোর্স -১০০০০ টাকা।
🔰 অনলাইন ক্লাস - ৬০০০/-
🔰 হোস্টেল ১০,০০০/ (মাসিক)
#অনির্বাণ -
কচুক্ষেত, ঢাকা সেনানিবাস, ঢাকা।
☎️01904449161
☎️01904449171.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: