হোমিওপ্যাথিক ডিগ্রিধারীরাও ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন
Автор: DESH Health Center
Загружено: 2023-11-06
Просмотров: 667
Описание:
হোমিওপ্যাথিক ডিগ্রিধারীরাও ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন
Homeopathic degree holders can also use the title of ‘Doctor’
জাতীয় সংসদে 'বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন ২০২৩' পাশ হয়েছে। এর মাধ্যমে হোমিওপ্যাথিক চিকিৎসাশাস্ত্রে ডিগ্রিধারীরা এখন থেকে নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন।
বৃহস্পতিবার (২ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের অনুপস্থিতিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আইনটি পাশের জন্য জাতীয় সংসদে উপস্থাপন করেন। পাশাপাশি হোমিও চিকিৎসা শিক্ষা ও প্রয়োজনীয়তার গুরুত্ব উল্লেখ করে কয়েকজন সংসদ সদস্য আলোচনা করেন। পরে কণ্ঠভোটের মাধ্যমে আইনটি পাশ হয়। এর আগে গত ২৩ অক্টোবর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জাতীয় সংসদে বিলটি উত্থাপনের প্রস্তাব করেছিলেন।
আইনে বলা হয়েছে, অর্জিত চিকিৎসা শিক্ষা যোগ্যতা ব্যতীত অন্য কোনো কোর্সের নাম, ডিগ্রি, সনদ, উপাধি, পদবি, বিবরণ বা প্রতীক ব্যবহার ও প্রচার অপরাধ হবে, সে কারণে তিনি (চিকিৎসক) অনধিক এক বছর কারাদন্ণ্ড বা অনধিক এক লাখ টাকা অর্থদন্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন।
আইনের বিধান লঙ্ঘন করে হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়াতে অন্তর্ভুক্ত নেই, এমন কোনো ওষুধ চিকিৎসা ব্যবস্থাপত্রে লিখলে বা বললে সংশ্লিষ্ট ব্যক্তি অনধিক এক বছর কারাদন্ণ্ড বা অনধিক ১ লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
সংশ্লিষ্টরা বলেনন, 'দ্য বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাক্টিশনার্স অর্ডিন্যান্স, ১৯৮৩' রহিতক্রমে নতুনভাবে আধুনিক ও যুগোপযোগী করে বাংলায় উক্ত আইন প্রণয়ন করা হয়েছে। আইনটি পাশ হওয়ায় হোমিওপ্যাথিক চিকিৎসাশাস্ত্রে উচ্চ শিক্ষা, গবেষণা, সেবার মান এবং সুযোগ-সুবিধার সম্প্রসারণ ও উন্নয়ন ঘটবে।
স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের সভাপতি ডা. দিলিপ কুমার রায় বলেন, 'হোমিওপ্যাথিক চিকিৎসকদের কোনো স্থায়ী কাউন্সিল এবং আইন না থাকায় প্রায়ই নানা রকম জটিলতা তৈরি হয়ে আসছিল। আইনটি পাশ হওয়ায় হোমিওপ্যাথিকে উচ্চশিক্ষা, গবেষণা থেকে শুরু করে এই চিকিৎসা পদ্ধতিতে আধুনিকতার ছোঁয়া লাগবে।'
হোমিওপ্যাথিক অফিসার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ডা. শেখ আহসান হাবিব বলেন, নতুন আইন পাশের ফলে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় এই চিকিৎসা পদ্ধতি অনেক আধুনিক হবে। মানুষ ভালো চিকিৎসা পাবে।
প্রসঙ্গত, এর আগে হোমিওপ্যাথিক ও ইউনানি চিকিৎসকরা নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবেন না মর্মে নির্দেশ দেন হাইকোর্ট। এই আইন পাশের মাধ্যমে নামের আগে চিকিৎসক পদবি ব্যবহারে বাধা দূর হলো।
https://www.tbsnews.net/bangla/%E0%A6...
চিকিৎসা পরামর্শের জন্য যোগাযোগ করুন-
Dr. Saiful Islam
Naturopathic Physician
Founder & Director
DESH Health Center
(Holistic Health Care)
Cell & WhatsApp: +8801711450178
e-mail: [email protected]
/ @deshhealthcenter
/ @sifulsvlog1331
/ deshhealhcentre
/ saiful1963
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: