নামজারি/খারিজ বাতিল বা না-মঞ্জুর হলে করণীয়। রিভিউ, রিভিশন এবং আপিল আবেদনের নমুনা।
Автор: বাংলার ভূমি (BD)
Загружено: 2022-09-01
Просмотров: 16003
Описание:
সহকারী কমিশনার (ভূমি)/এসিল্যান্ড আপনার খারিজ বাতিল বা না-মঞ্জুর করলে আপনি এসিল্যান্ডের আদেশের তারিখ হতে পরবর্তী ৩০ দিনে মধ্যে এসএ অ্যন্ড টি অ্যাক্ট-১৯৫০ এর ১৫০ ধারা মোতাবেক এসিল্যান্ডের নিকট রিভিউ/পুনঃবিবেচনার আবেদন করতে পারবেন। রিভিউ- এর রায় আপনার বিপক্ষে গেলে আপনি এসিল্যান্ডের আদেশের তারিখ হতে পরবর্তী ৩০ দিনের মধ্যে এসএ অ্যন্ড টি অ্যাক্ট-১৯৫০ এর ১৪৯ ধারা মোতাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর নিকট রিভিশন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর আদেশের বিরুদ্ধে ৩ মাস (৯০ দিনের) মধ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এর নিকট রিভিশন এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এর আদেশের বিরুদ্ধে ৬ মাস (১৮০ দিনের) মধ্যে ভূমি আপিল বোর্ডের নিকট রিভিশন দায়ের করতে পারবেন। এছাড়া আপনি এসিল্যান্ডের নিকট রিভিউ না করলে এসিল্যান্ডের আদেশের তারিখ হতে পরবর্তী ৩০ দিনের মধ্যে এসএ অ্যন্ড টি অ্যাক্ট-১৯৫০ এর ১৪৭ ধারা মোতাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর নিকট আপিল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর আদেশের বিরুদ্ধে পরবর্তী ৬০ দিনে মধ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এর নিকট আপিল এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এর আদেশের বিরুদ্ধে পরবর্তী ৯০ দিরে মধ্যে ভূমি আপিল বোর্ডের নিকট আপিল দায়েরের সুযোগ পাবেন। এখানে একটি বিষয় মনে রাখবেন আপনি যদি রিভিউ করেন তাহলে আপিল দায়েরের সুযোগ পাবেন না। তখন আপনার জন্য শুধু রিভিশনের পথ খোলা থাকবে। আর আপনি যদি আপিল/রিভিশন দায়ের করেন তাহলে রিভিউ করতে পারবেন না।
আপনার জমি অন্যের নামে নামজারি/খারিজ হলে সেই খারিজ বাতিলের নিয়ম জানতে নিচের ভিডিওটি দেখুন লিংক- • নামজারি/খারিজ বাতিলের সঠিক নিয়ম। আপনার জমি...
mail:[email protected]
ফেসবুক পেইজঃ / lakuazam
Contact no : 01820160001
#ভূমি সেবা #ভূমি আইন #ভূমি জরিপ#
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: