মদিনার মুসাফির গজল | কবে জানি হব মদিনার মুসাফির | Madinar Musafir | Abir Chowdhury
Автор: Allah is my Lord / الله هو ربي
Загружено: 2025-05-20
Просмотров: 4422
Описание:
আসসালামুয়ালাইকুম,
আজকের ডেসক্রিপশন একটু ভিন্নভাবে লিখব। দয়া করে একটু মনোযোগ দিয়ে পড়ুন।
মদিনা!!! আহ মদিনা!
ছোট, বড়, নারী, পুরুষ আমাদের সবার মনে যে আশাটা থেকে যায়, তা হলো মদিনায় যাওয়ার বা দুই চোখ ভরে মদিনা দেখার আশা। কারন আমাদের রাসুল সাঃ এর পবিত্র পায়ের ছোঁয়া এই মদিনার বুকে। কে না চায় সেই মদিনার মুসাফির হতে? শুধু মানুষের নয় বরং পৃথিবীর সমস্ত পশুপাখিদেরও নবী ছিলেন আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কদমের ছোঁয়ায় আল্লাহর আরশ ধন্য হয়। সেই নবীর স্বপ্নে দেখা পেতে এই হৃদয় যে আর মানে না।
একদিন রাসুল সাঃ সাহাবিদের সাথে নিয়ে হাঁটছিলেন। এমন সময় হঠাৎ একটি উট 🐫 রাসুল সাঃ এর কাছে এসে তার গায়ের সাথে গা ঘেঁষে দাঁড়াল। এবং তখন রাসূল সাঃ সেই উটটাকে হাত বুলিয়ে দিলেন। পরে সাহাবিদের তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো সেই উটটা আমাকে কি বলল? সাহাবিরা তখন বললেন না আমরা তা জানিনা। রাসুল সাঃ বললেন সে আমার কাছে নালিশ করল, বিচার দিল যে তার মালিক তাকে আঘাত করে, কষ্ট দেয়।
সুবহানাল্লাহ!!!
আজকে আমার নবী যদি থাকতো, বা আমি নবীর সময়ে থাকতাম, তাহলে কতই না ভাগ্যটা ভালো হতো। সেই উটটার মত আমিও গিয়ে নবীর কাছে মনের সমস্ত দুঃখের কথা খুলে বলতাম, ইয়া রাসুলুল্লাহ আমার মনে এই যাতনা। তার প্রেমে নিজেকে বিলিয়ে দিতাম। তার ভালবাসায় কুরবান হয়ে যেতাম।
আমার সেই নবী মদিনার বুকে শুয়ে আছেন। তিনি আমাদের জন্য সারাটা জীবন কেঁদেছেন, শত কষ্ট সহ্য করেছেন, পরিবার, বন্ধু, স্বজন হারা হয়েছেন। মক্কার কাফেরদের কারণে হিজরত করেছেন মদিনায়। এমনকি কিয়ামতের দিন হাশরের ময়দানে যখন সবাই নিজের জীবন নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যাবে তখনও তিনি আমাদের জন্যই কাঁদবেন।
সেই নবীর রওজা মদিনায়। কি করে ভুলে থাকি? মনটা পাখির মতো উড়ে যেতে চায় ঐ মদিনার গলিতে। মনে হয় মেঘ যদি আমাকে ভাসিয়ে নিয়ে যেত সেই মদিনার বুকে। বুকের ভেতর শূন্যতার এক না পাওয়া অনূভুতি চিৎকার দিয়ে ডাকে, ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবীব আল্লাহ। আমার ডাকে সাড়া দিয়ে আমাকে ধন্য করো। তোমার শূন্যতা আমাকে কাঁদায়। তাই বাংলার এই প্রান্ত হতে মদিনার কামলিওয়ালার স্মরনে নাত লিখি, নাত গেয়ে যাই।
আর মনে মনে ভাবি কখন জানি হবো মদিনার মুসাফির? নয়ন ভরে দেখব আমি রওজা নবীজির।
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
বিঃদ্রঃ এই গজলটি গেয়েছেন বড় ভাই আবির চৌধুরী। তাঁর গাওয়া অসাধারণ মাশাআল্লাহ। সেই ভাইয়ের নাশিদ থেকে অনুপ্রাণিত হয়ে আমি আবার এটা রিমেক করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন ও চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ!
ধন্যবাদ!!! ❤️
SUBSCRIBE...
@allahismylord7541
@QueenxZuleikha
WhatsApp: 01932351300
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: