অপরা একাদশী ব্রতকথা - পরিবারের কল্যাণে আজ অবশ্যই শুনুন | Apara Ekadashi Vrat Mahatmya Katha
Автор: Gauranga Kutir
Загружено: 2025-05-23
Просмотров: 211
Описание:
অপরা একাদশী ব্রতকথা - সংসারের মঙ্গল কামনায় আজ অবশ্যই শুনুন | Apara ekadashi Vratkatha
#sahityarosmotivation
#অপরা_একাদশী_ব্রতকথা
#vratkatha
#অপরাএকাদশী২০২৫
#ekadashivratkatha
নমস্কার বন্ধুরা, এই ভিডিও তে আলোচনা করা হয়েছে অপরা একাদশী ব্রতকথা, অপরা একাদশী মাহাত্ম্য,
Apara ekadashi vrat Katha, Apara Ekadashi 2025,
অপরা একাদশী ব্রত কথা, অপরা একাদশী ব্রত মাহাত্ম্য, অপড়া একাদশী, অপেরা একাদশী ব্রত, ওপরা একাদশী উপোস, Apara ekadashi vrat mahatmya, একাদশী পারন, একাদশীতে কি কি খাওয়া যাবে, একাদশী পালনের নিয়ম
#ব্রতকথা #maalaxmi #শ্রীকৃষ্ণ
অপরা একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করুন
-শ্রীমতী শশীমুখীবৃন্দাদেবী দাসী
পবিত্র অপরা একাদশী। পরমেশ্বর ভগবানের প্রীতি বিধানার্থে কৃপাপূর্বক একাদশী ব্রত পালন করুন।
অপরা একাদশীর মাহাত্ম্য:
মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন- হে কৃষ্ণ! জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম কী এবং তার মাহাত্ম্যই বা কী? আমি শ্রবণ করতে ইচ্ছুক। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন।
শ্রীকৃষ্ণ বললেন- হে মহারাজ! মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভাল প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী ‘অপরা’ নামে খ্যাত। ব্রহ্মাণ্ডপুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে।
এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রুণহত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যাভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যাসাক্ষ্যদান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায়রত থাকে, তারা সকলেই নরকযাতনা ভোগ করে।
এসমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে, তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, তবে সে ঘোরতর নরকগামী হয়। কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে।
মকররাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়; শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়; গয়াধামে বিষ্ণুপাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়; সিংহরাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতম নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদরিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়; সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি, ঘোড়া, স্বর্ণ দানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারে সূর্যসদৃশ এবং পাপহস্তির সিংহস্বরূপ।
এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো তাদের জন্ম- মৃত্যুই কেবল সার হয়।
অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণুপূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: