বাংলার তাজমহল ও পিরামিড ঘুরে আসুন কম খরচে ও অল্প সময়ে || Banglar Taj mahal & Pyramid travel guide
Автор: Mohammad Serajul Islam
Загружено: 2021-10-03
Просмотров: 179
Описание:
#Tajmahal #বাংলার_তাজমহল #banglar_tajmahal
সম্রাট শাহজাহান তার প্রিয়তম স্ত্রীকে ভালোবেসে নির্মাণ করেছন আগ্রার তাজমহল। যেটি বিশ্ববাসীর কাছে ভালোবাসার অমর সৃষ্টি হিসেবে বিবেচিত। কিন্তু সেই আগ্রার তাজমহল দেখার সুযোগ ও সৌভাগ্য সকলের হয় না। সেক্ষেত্রে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাওয়ে পেরাব গ্রামে নির্মিত বাংলার তাজমহল দেখলে কিছুটা হলেও তাজমহল প্রেমীদের ভালো লাগবে। বাংলার তাজমহল নির্মাণ করা হয়েছে আগ্রার তাজমহল অনুসরণ করে। আজকে আমরা বাংলার তাজমহল ঘুরে দেখব। বাংলার তাজমহল এর কাজ ২০০৩ সালে আনুষ্ঠানিকভাবে শুরু করে, ২০০৮ সালের ডিসেম্বরে বেশ ঘটা করে এর উদ্বোধন করা হয়।তাজমহল সংশ্লিষ্ট জায়গার পরিমাণ প্রায় ১৮ বিঘা। তবে আশপাশে পর্যটনের জন্য প্রায় ৫২ বিঘা জায়গা সংরক্ষিত রয়েছে। বাংলার তাজমহলের মূল ভবনে স্বচ্ছ ও দামি পাথরে মোড়ানো। চার কোণে চারটি বড় মিনার, মাঝখানে মূল ভবন, সম্পূর্ণ টাইলস করা। সামনে পানির ফোয়ারা, চারদিকে ফুলের বাগান, দুই পাশে দর্শনার্থীর বসার স্থান। এখানে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ফিল্ম সিটি, রেস্তোরাঁ, উন্নতমানের খাবার-দাবারের পাশাপাশি, যারা গ্রুপে বা পিকনিকে আসতে চান তাদের জন্য ও ব্যবস্থা রয়েছে। তাজমহলকে ঘিরে বাইরে গড়ে উঠেছে বিভিন্ন হস্তশিল্পসামগ্রী জামদানি শাড়ি, মাটির গহনাসহ আরও অন্য পণ্যসামগ্রী।
যেভাবে তাজমহলে যাওয়া যাবেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ মদনপুর দিয়ে, এশিয়ান হাইওয়ে থেকে প্রায় ২-৩ কিমি. ভেতরে অথবা ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর হয়ে রূপগঞ্জের বরপা দিয়েও যাওয়া যেতে পারে। অথবা কুড়িল বিশ্বরোড দিয়ে গাউছিয়া হয়েও তাজমহল ঘুরতে আসতে পারবেন।
ঢাকার খুব কাছাকাছি নারায়ণগঞ্জ জেলার তারাব পৌরসভায় অবস্থিত বাংলার তাজমহল ও পিরামিড। এটি ঘুরে আসতে পারেন কম খরচে ও অল্প সময়ে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে।
Banglar Taj mahal, Piramid, বাংলার তাজমহল, বাংলার পিরামিড, তাজমহল
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: