নিশিপদ্ম বা নাইট কুইন বা রাত কী রানি || বৈজ্ঞানিক নাম Epiphyllum oxypetalum
Автор: Bengal's Womb
Загружено: 2024-07-25
Просмотров: 1084
Описание:
নিশিপদ্ম বা নাইট কুইন বা রাত কী রানি || বৈজ্ঞানিক নাম Epiphyllum oxypetalum #shorts #flowerlover
এই ভিডিওটি ভারতের ওড়িশা রাজ্য থেকে ধারণ করা হয়েছে। ভিডিওটিতে Queen of the night বা নিশিপদ্ম ফুলের গাছ দেখানো হয়েছে। নিশিপদ্ম বা নাইট কুইন বা রাত কী রাণী ইত্যাদি অনেক নামেই এই গাছটি পরিচিত। তবে এর বৈজ্ঞানিক নাম: Epiphyllum oxypetalum. এটি হল ক্যাকটাস পরিবারের অন্তর্ভুক্ত Cereus প্রজাতির একটি সপুষ্পক উদ্ভিদ। এই ফুল সাদা রঙের এবং রাণীর মত সৌন্দর্য রয়েছে এর। সুন্দর মিষ্টি সুবাস-সহ বর্ষার গভীর রাতে ফোটে বলে একে ইংরেজিতে 'Dutchman pipe' এবং 'Queen of the night' নামে ডাকা হয়। এর নাম নিয়ে বিতর্ক আছে। অনেকে একে Brahmakamal বলে থাকেন। আপনাদের বন্ধু প্রদ্যুৎ সিংহ এ ধরনের সুন্দর সুন্দর ফুলের ভিডিও নিয়ে আসছেন এই চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে Bengal's Womb চ্যানেলটিকে Subscribe করে সবাইকে পাশে থাকার জন্য অনুরোধ করছি।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: