কি দিয়ে ইফতার কর উত্তম । রাসুল (সঃ) কি দিয়ে ইফতার করতেন ? । ক্বারী মাওলানা মো হুমায়ুন কবির
Автор: DINER ALO
Загружено: 2019-05-13
Просмотров: 32
Описание:
ইফতার (আরবি: إفطار ইফ্ত্বার্) হচ্ছে, রমযান মাসে মুসলিমগণ সারাদিন রোযা রাখার পর, সূর্যাস্তের সময় যে খাবার গ্রহণ করেন। রমজান মাসে সবাই একত্রে বসে ইফতার গ্রহণ করেন। খেজুর খাবার মাধ্যমে ইফতার শুরু করা সুন্নত। বাংলাদেশের বেশির ভাগ স্থানে পানি খাবার মাধ্যমে, আবার অনেক স্থানে ভেজা চাল মুখে দেবার মাধ্যমে ইফতারি শুরু করা হয়।
হাদিস শরিফে এসেছে, আল্লাহর প্রিয়তম হাবিব হজরত মোহাম্মদ (সা.) এরশাদ করেন, যখন রামাদান মাস প্রবেশ করে তখন আকাশের দ্বারগুলো উন্মুক্ত করে দেওয়া হয়। অন্য বর্ণনায় এসেছে, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। আর শয়তানদের শিকলাবদ্ধ করা হয়। অন্য বর্ণনায় আছে, রহমতের দ্বারগুলো অবারিত করা হয় (মিশকাত শরিফ : ১৮৫৫)।
এ মাসের প্রথম রাত থেকে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকেন এ কথা বলে যে, হে কল্যাণ তালাশকারী সম্মুখে ‘অগ্রসর হও’ আর হে মন্দের অন্বেষণকারী ‘থেমে যাও’ (মিশকাত : ১৮৬৪)।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: