প্রশ্নোত্তরে শ্রীনামের মাহাত্ম্য, কৈবল্য ভুবন, Sri Naam Q&A by Sri Sri Ram Thakur, Kaibalya Bhuban.
Автор: Kaibalya Bhuban
Загружено: 2020-05-03
Просмотров: 25733
Описание:
শ্রীনাম প্রসংগে শ্রীশ্রীরাম ঠাকুর
ঠাকুর! নাম করা কি?
“নাম করা নয়, নাম নেওয়া। নাম নেওয়া সহজ-নাম পাওয়া সহজ নয়। আপনার চাই পরম ধৈর্য্য। কুশাগ্র দিয়ে সমুদ্র সেচনের মত ধৈর্য্য, সহিষ্ণুতা, অধ্যবসায় ও অভ্যাসের প্রয়োজন।”
ঠাকুর! নামে রুচি কি?
“নামে রুচিও প্রাপ্তি একই কথা। নাম বলিতে অনন্য চিন্তা। চিন্তা যখন একখাতে বহিতে আরম্ভ করে তখন অন্য কিছু ভাল লাগে না। তখনি নামে রুচির সূচনা হয়। ক্রমে ক্রমে এ চিন্তা যখন অনন্য হইয়া যায় তখনই আসে যথার্থ নামে রুচি। নাম হইতেছে এক, এই একে রুচিই নামে রুচি।”
ঠাকুর কখন নামের ধ্বনি হইবে?
“যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত ফিরেন আপনি শ্রীহরি। অতএব নাম করিতে করিতে আপনিই নামের ধ্বনি হইবে।”
*ঠাকুর নাম সংকীর্ত্তন কি?
“ভগবানের অধীন হইয়া থাকাই নাম সংকীর্ত্তন।”
*ঠাকুর নামে অনুরাগ কি ভাবে হয়?
“নাম করিতে ভাল লাগুক আর মন্দ লাগুক, নাম করিতে করিতে নামে অনুরাগ আসিবেই এবং নামেই উদ্ধার করিয়া নিবে। নিষ্ঠা ও ধৈর্য্য সহকারে নাম করিতে করিতে কামনা ত্যাগ হইয়া যায়।”
শ্রীশ্রীঠাকুর আরো কি বলেছেন শুনুন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: