জাফলং চা বাগান বাচাতে মানববন্ধন করেন জাফলংবাসী। Save Jaflong tea garden save people।news update 2024
Автор: News Update24
Загружено: 2024-09-15
Просмотров: 73
Описание:
জাফলং চা বাগান বাচাতে মানববন্ধন করেন জাফলংবাসী। Save Jaflong tea garden save people।news update 2024
১১ নং মধ্য জাফলং কতৃক আয়োজিত ঐতিয্যবাহী জাফলং চা-বাগান রক্ষা করার জন্য আজকের এই বিশাল মানববন্ধন। এতে উপস্থিত ছিল বাগান কতৃপক্ষ এবং ১১নং মধ্য জাফলং এর সচেতন নাগরিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ৩নং পুর্ব জাফলং ইউনিয়নের বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও সচেতন নাগরিক সহ সর্বসাধারন জনগন। আজকের এই মানববন্ধনে উপস্থিত ছিল মমিনপুর নবজাগরন সমাজ কল্যান সংগঠনের সভাপতি মোঃ রমজান সাদাফ ও সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ সহ সকল সদস্য বৃন্দ। মানববন্ধনের উদ্দেশ্য ছিলো ঐতিয্যবাহী জাফলং চা-বাগান বালু খেকোদের হাত থেকে রক্ষা করার জন্য। মানববন্ধনে বিশিষ্ট ব্যাক্তিবর্গদের বক্তব্যের সাথে একমত পোষন করে বাগান কতৃপক্ষ বক্তব্য দেন,বক্তবে বলেন এই ঐতিয্যবাহী চা-বাগান সুধু সুন্দর্য বর্ধনি করছেনা,বরং জাফলং ব্রীজের এপারের প্রতিটা গ্রাম ও হাট বাজারকে রক্ষা করছে। তাই সর্বসাধারনের কাছে অনুরুধ করেন,সবাই ঐতিয্যবাহী চা-বাগানটি রক্ষা করতে বাগান পারের বালু উত্তোলোন বন্ধ রাখুন। এই ঐতিয্যবাহী জাফলং চা-বাগান শুধু বাগান কতৃপক্ষ কিংবা সরকারের নয় এই জাফলং চা-বাগান জাফলংবাসীরও। তাই সর্ব সাধরনের কাছে অনুরুধ করেন বাগানটি বালু খেকোদের হাত থেকে রক্ষা করার জন্য।
মমিনপুর নবজাগরন সমাজ কল্যান সংগঠনের সভাপতি মোঃ রমজান সাদাফ ও সংগঠনের সকল সদস্যবৃন্দ আজকের এই ঐতিয্যবাহী জাফলং চা-বাগান রক্ষা করতে যে মানববন্ধন করা হয়েছে তাতে একমত পোষন করে বলেন,যেহেতু সারা বাংলাদেশের ঐতিয্যবাহী এই জাফলং চা-বাগানটি বছরের পর বছর সুনাম কুড়িয়ে আসছে,সেই সাথে আমাদের সবুজে ঘেরা অপুর্ব সুন্দর এই "মমিনপুর" গ্রামটিকেও রক্ষা করে আসছে,সেহেতু মমিনপুর গ্রামবাসীরও দায়িত্ব এই ঐতিয্যবাহী জাফলং চা-বাগানটিকে রক্ষা করা। তাই মমিনপুর নবজাগরন সমসজ কল্যান সংগঠনের সভাপতি মোঃ রমজান সাদাফ অনুরুধ করেন,মমিনপুর গ্রামের সর্ব-সাধরনকে সবাই যেন নিজ দায়িত্বে বালু উত্তোলোন বন্ধ রাখেন এবং বালু খেকোদের হাত থেকে এই ঐতিয্যবাহী জাফলং চা-বাগানটি রক্ষা করতে এগিয়ে আসেন।
#jaflong
#jaflong_sunni_hd_media
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: