বাছুরের নাভি ফোলা রোগ
Автор: Aminulbdtv
Загружено: 2024-12-08
Просмотров: 256
Описание:
রোগ সংক্রমণের কারণ
অনেকগুলো কারণে বাছুরের নাভিতে সংক্রমণ হতে পারে। এই কারণগুলোর মধ্যে বাছুরের যথেষ্ট কলস্ট্রাম (শাল দুধ) না পাওয়া এবং প্রতিকূল পরিবেশগত পরিস্থিতি যেমন, বাছুরের থাকার স্থানে অতিরিক্ত আর্দ্রতা বা ভেজা স্যাঁতস্যাঁতে পরিবেশ এবং গোবর ও প্রস্রাব নিয়মিত পরিষ্কার না করা। পরিচ্ছন্নতার অভাবেও এমনটি হতে পারে। জন্মের পর বাছুরের নাভি নিয়মিত জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত না করা এবং খামারের অন্য বাছুর বা গরু যদি নাভি চোষে বা চেটে দেয় তাহলেও ইনফেকশন হতে পারে। এছাড়া,
১. জন্মের পর বাছুরের নাভি যদি সঠিকভাবে কাটা না হয়।
২. বাছুরকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে রাখা হলে।
৩. বাছুরের নাভি কাটার ব্লেড বা ছুরি জীবাণুমুক্ত না হলে।
৪. গাভী অধিক পরিমাণে বাছুরের নাভি চাটলে।
এসব কারণেও নাভিতে সংক্রমণ হতে পারে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: