প্রশাসনকে বুড়া আঙ্গুল দেখিয়ে লাইসেন্স প্রাপ্ত মদের দোকানের সামনে ই চলছে মদ খাওয়ার কম্পিটিশন।
Автор: Khabore khoje
Загружено: 2024-12-12
Просмотров: 187
Описание:
প্রশাসনকে বুড়া আঙ্গুল দেখিয়ে লাইসেন্স প্রাপ্ত মদের দোকানের সামনে ই চলছে মদ খাওয়ার কম্পিটিশন।
উত্তর হাওড়ার যে সকল দেশি মদের দোকান আছে মানুষ দোকান থেকে মদ কিনছে এবং দোকানের সামনে দাঁড়িয়েই খুলে যাচ্ছে মদের বোতলের ছিপি আর শুরু হয়ে যাচ্ছে খাওয়া। দেখছেনা আশেপাশে কে যাচ্ছে কে যাচ্ছে না সাধারণ মানুষের চোখে খারাপ দেখালেও তাদের কিছু যায় আসে না। তাদের একটাই কাজ সকালবেলা দোকান খোলার সঙ্গে সঙ্গে লাইনে দাঁড়ানো এবং দোকানের সামনে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে সেই মদ খাওয়া। প্রশাসন সবকিছু জানলেও কিছু করতে দেখা যাচ্ছে না কখনো সখনো তারা রেট করে এবং কিছু লোককে ধরে নিয়ে যায় কিছু পয়সার বিনিময় কিছুক্ষণ পরই তাদেরকে ছেড়ে দেয় বলে অভিযোগ করছেন দোকানের কর্মচারীরা। এই সকল দোকানের কর্মচারীদের চেপে ধরলে তারা জানান প্রশাসন এসে কাজ করলেও যারা খাবার তারা ঠিক খেয়েই যায় তাদেরকে মানা করা সত্ত্বেও তারা কোন কথা শোনে না। লিখিতভাবে কোন নোটিশ ও কিন্তু মালিকপক্ষ বা কর্মচারীদের পক্ষ থেকে টানানো থাকে না মদের দোকানের বাইরে। এই পরিস্থিতি নিয়ে পার্শ্ববর্তী স্কুলের প্রধান শিক্ষক জানাচ্ছেন এই কারণেই তার স্কুলের ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকরা অন্য রাস্তা দিয়ে যাওয়া আসা শুরু করেছে যদিও এই পরিস্থিতি থেকে নিজের বাচ্চাদের দূরে রাখতে তাদেরকে ঘুর পথে বাড়ি ফিরতে হচ্ছে। সাধারণ মানুষ বলছে যেটা উচিত নয় সেই কাজই চলছে এই সকল দেশী মদের দোকানের সামনে। আর মদ প্রিয় মানুষদের কাছে মদ তাই এতটা জরুরী যে কেনার পর তর হয়েছে না সামনে দাঁড়িয়ে সকলের চোখের সামনে দিবালোকে খেতে শুরু করছে এবং খাবার পর নিজেদের মধ্যে চলছে গালাগাল ও অন্যান্যদের টিটকিরি দেয়া। এখন দেখার মানুষকে এই দৃশ্য কতদিন সহ্য করতে হবে আর প্রশাসন কবে এর প্রতিকারের চেষ্টা করবে
#howrah #uttarhowrah #breaking #news #wineshops #wineshop #westbengal #khaborekhoje #exclusive
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: