৪০ বছরের পুরাতন ভৈরবের জুতার ব্যবসায়ী রেকট সু বাজার। চামড়া সহ অল ওয়েদার সুজ পাইকারী বিক্রি করেন।
Автор: Jubaer Tapos vlogs
Загружено: 2024-12-18
Просмотров: 8504
Описание:
বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারী জুতার কেনাবেচার মোকাম গড়ে উঠেছে কিশোরগঞ্জ জেলার ভৈরব বাজার উপজেলা সদরে। একক বৃহৎ হিসেবে ভৈরব বাজারের সাথে অন্য কোন জুতার পাইকারী বাজারের তুলনা চলে না। ছোট বড় শত শত জুতা তৈরীর কারখানা আছে ভৈরব শহর ও তার আশেপাশে। এসব কারখানার মধ্যে হাতে তৈরি জুতা যেমন আছে, তেমনি চায়না থেকে আমদানি করা জুতা তৈরীর অনেক কারখানা আছে ভৈরব বাজারে। এসকল কারখানায় তৈরি জুতা ভৈরব সদরের হাজী বশির প্লাজা মার্কেট, হাজী ফুলমিয়া কমপ্লেক্স, হাজী খলিল কমপ্লেক্স - ১, হাজী খলিল কমপ্লেক্স - ২, জিয়া কমপ্লেক্স ছাড়াও আরো ছোট বড় অসংখ্য মার্কেট রয়েছে ভৈরব বাজার উপজেলা সদরে।
বাংলাদেশের সকল জেলা ও উপজেলার ব্যবসায়ীরা সাশ্রয়ী দামে জুতা কিনতে ভৈরব চলে আসেন। আপনারা যাঁরা এখনো ভৈরব আসেননি তাড়াতাড়ি চলে আসুন। ঢাকা চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ থেকে সরাসরি ভৈরব বাজার ট্রেনে আসতে পারবেন। ভৈরব বাজার বাংলাদেশ রেলওয়ের একটি জংশন স্টেশন। বাসে আসতে চাইলে, ঢাকা বা বাংলাদেশের অন্য কোন জেলা থেকে ভৈরব বাজার আসতে চাইলে ময়মনসিংহ রাজশাহী রংপুর দিনাজপুর বগুড়া খুলনা থেকে সিলেট ব্রাহ্মণবাড়ীয়া কিশোরগঞ্জ ও ভৈরব গামী বাসে ভৈরব বাজার সদরের দূর্জয় মোড় বাস স্টেন্ড এ নামতে হবে।
#জুতার_ব্যবসা #জুতার_পাইকারী_বাজার #ভৈরব_বাজার #ঢাকা_ট্রেড_সেন্টার
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: