জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট বাধ্যতামূলক করলো নির্বাচন কমিশন | Election |
Автор: Torongo News | তরঙ্গ নিউজ
Загружено: 2025-11-04
Просмотров: 62658
Описание:
২০২৫ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (EC)। কমিশনের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, কোনো দল জোটবদ্ধভাবে নির্বাচন করলেও নিজ নিজ দলের প্রতীকেই প্রার্থীকে ভোটে অংশ নিতে হবে। অর্থাৎ, জোটের নামে একক প্রতীকে ভোট করার সুযোগ থাকছে না।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনী আচরণবিধি ও Representation of the People Order (RPO) সংশোধনের মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। এর লক্ষ্য— ভোটারদের কাছে প্রতিটি দলের স্বতন্ত্র পরিচয় ও প্রতীকের স্বচ্ছতা বজায় রাখা এবং নির্বাচনে দায়বদ্ধতা বাড়ানো।
এর ফলে, আগের মতো জোট গঠন করা গেলেও প্রতিটি দলকে নিজস্ব প্রতীকে প্রার্থী দিতে হবে। ফলে, ঐক্যবদ্ধ জোট হলেও মাঠে দেখা যাবে বিভিন্ন প্রতীকের প্রতিদ্বন্দ্বিতা।
নির্বাচন বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তে জোট রাজনীতিতে বড় প্রভাব পড়বে। বিশেষ করে, যারা ঐক্যবদ্ধ প্রার্থী দেওয়ার কৌশল নিয়েছিল, তাদের এখন নতুনভাবে পরিকল্পনা সাজাতে হবে।
#Election2025 #RPO #ElectionCommission #BangladeshPolitics #EC #নির্বাচন #জোটনির্বাচন #রাজনীতি
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: