খরগোশ কি কি খায় | খরগোশের প্রতিদিনের খাবারের আদর্শ তালিকা | Khorgos Ki Ki Khay What Rabbits eat
Автор: Rabbit and birds lovers Bijoy
Загружено: 2024-11-17
Просмотров: 1045
Описание:
খরগোশ কি কি খায় | খরগোশের প্রতিদিনের খাবারের আদর্শ তালিকা | Khorgos Ki Ki Khay What Rabbits eat
খরগোশ এর প্রতিদিনের খাবারের আদর্শ তালিকা |
আমরা শখের বশে অনেকেই খরগোশ কিনে নিয়ে আসি। কিন্তু কিনে আনার পর খরগোশ কি কি পছন্দ করে ও খরগোশ কে কি কি খেতে দিতে হয় এটা আমরা জানি না । যার ফলাফলস্বরূপ খরগোশগুলো অল্প কিছুদিনের মধ্যেই দূর্বল হয়ে যায়, শুকিয়ে যায়, শরীর থেকে লোম পড়ে যায় এবং সবশেষে অসুস্থ হয়ে মারা যায়। আপনাদের সুবিধার্থে আজকে আমি খরগোশের একটা আদর্শ খাবার তালিকা আপনাদেরকে দেখাবো যে খাবারগুলো সবসময় খাওয়ালে আপনার খরগোশ সুস্থ থাকবে এবং রোগ বালাই মুক্ত থাকবে ।
১, খরগোশের অন্যতম প্রধান খাবার হচ্ছে ঘাস। একটা খরগোশকে সুস্থ-সবল রাখতে তার প্রতিদিনের খাদ্যতালিকায় 70 থেকে 80 পার্সেন্ট পর্যন্ত ঘাস দিতে হবে। সেটা শুকনো ঘাসে হতে পারে আবার কাঁচা ঘাস ও হতে পারে। খরগোশের খাবার হিসেবে সমগ্র পৃথিবীতে ঘাসের ঘর বা হে ব্যবহার করা হয় সে ক্ষেত্রে কাঁচা ঘাস না দিতে পারলেও হে ব্যবহার করতে পারেন । দেখুন এই খরগোসটা কে ঘাস এবং কলমি শাক একসাথে খেতে দেয়া হলোঘর বা হে ব্যবহার করা হয় সে ক্ষেত্রে কাঁচা ঘাস না দিতে পারলেও হে ব্যবহার করতে পারেন । দেখুন এই খরগোসটা কে ঘাস এবং কলমি শাক একসাথে খেতে দেয়া হলো এবং সে কিন্তু প্রথমে ঘাস টাই পছন্দ করে খাচ্ছে। আসলে খরগোশের খাবার হিসেবে ঘাস এর কোন বিকল্প নেই। কিছু রিসার্চে দেখা গেছে খরগোশকে একেবারেই ঘাস না খাইয়ে বিভিন্ন রকমের সবজি লতাপাতা ও শাক খাওয়ানো হলে সেই খরগোশগুলো ২-3 বছরের বেশি বাঁচে না। অন্যদিকে যে খরগোশ গুলোকে সব সময় প্রচুর পরিমাণে ঘাস বা হে খেতে দেয়া হয় সেগুলো 10 থেকে 12 বছর পর্যন্ত বেঁচে থাকে।
২,খরগোশের জন্য একান্তই যদি আপনার পক্ষে ঘাস সংগ্রহ করা সম্ভব না হয় তবে খরগোশকে কলমি শাক খাওয়াতে পারেন। কারণ কলমি শাক এমন একটা শাকযেটার মধ্যে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এটা ছাড়া অন্যান্য কোনো শাকই আপনি খরগোশকে অতিরিক্ত খাওয়াতে পারবেন না। আমাদের মধ্যে যারা শহরের বাসাবাড়িতে খরগোশ পালন করেন তারা কলমি শাক দিয়ে খরগোশ পালন করতে পারেন এবং এটাকে তাদের প্রধান খাবার হিসেবে ধরতে পারেন। আপনি অন্য যে খাবারে খান না কেন খরগোশের মূল খাবার হিসেবে ঘাস অথবা কলমি শাকই ব্যবহার করতে হবে। তবে চেষ্টা করবেন কলমি শাক খাইয়া খরগোশ পালন করলেও মাঝে মাঝে খরগোশকে ঘাস দিতে। তবেই এরা সুস্থ-সবল থাকবে
৩, পানি আমরা জানি প্রত্যেকটা প্রাণীর জীবন ধারণের জন্য পানি একটা অপরিহার্য খাদ্য। অনেকে মনে করেন খরগোশ হয়তো পানি খায় না। কিন্তু তাদের ধারণা পুরোপুরি ভুল দেখুন এই খরগোসটা কিভাবে পানি খাচ্ছে। আপনি যদি খরগোশ পালন তবে অবশ্যই খরগোশকে পানি খাওয়াতে হবে। সেটা বাচ্চা খরগোশ হোক বা বড় খরগোশ হোক। একটা প্রাপ্তবয়স্ক খরগোশ প্রতিদিন 100 থেকে 300ml পরিমাণে পানি খায়। তারমানে একদিনে একটা খরগোশ এক লিটার বোতলের প্রায় চার ভাগের এক ভাগ পরিমাণ পানি গ্রহণ করে। তাই এদেরকে অবশ্যই ভালো
Rabbit food ready to eat || Kharghar ki favourite food #rabbit #bunny #pets #animal
খরগোশ কিভাবে গর্ত ছাড়া বাচ্চাদের || কোথায় খোঁজ থাকবে
The Baby Rabbits Just Born #animal #pets #bunny #rabbite #loves
#rabbit #rabbitloversbijoy
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: