যাকাতঃ ধনীদের দায়িত্ব, গরিবের অধিকার । মোশাররফ হোসাইন ফাইযী। Musarraf Hossain Faizi.
Автор: Musarraf Hossain Faizi
Загружено: 2025-10-06
Просмотров: 14
Описание:
যাকাতের সংজ্ঞা ও অর্থ
আরবি শব্দ "যাকাত" অর্থ: পরিশুদ্ধি, বৃদ্ধি, বরকত।
শরিয়তের পরিভাষায়: ধনী মুসলমানদের নির্দিষ্ট পরিমাণ সম্পদ থেকে দরিদ্রদের জন্য আল্লাহর নির্দেশিত অংশ প্রদান করাকে যাকাত বলা হয়।
যাকাতের গুরুত্ব
কুরআনে যাকাতের উল্লেখ এসেছে ৩২ বার, নামাজের পরে সবচেয়ে বেশি বার।
এটি ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে বিবেচিত।
যাকাত আদায় না করলে একজন মুসলমান আল্লাহর আদেশ অমান্যকারী হিসেবে গণ্য হন এবং কঠিন শাস্তির মুখোমুখি হতে পারেন3।
যাকাত ফরয হওয়ার শর্ত
মুসলমান, স্বাধীন, বালেগ (প্রাপ্তবয়স্ক), সুস্থমস্তিষ্ক এবং নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে।
সম্পদ হিজরি এক বছর ধরে থাকতে হবে।
নিসাব পরিমাণ: সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বায়ান্ন তোলা রৌপ্য বা তার সমপরিমাণ সম্পদ।
যাকাতের হার ও খাত
সাধারণভাবে ২.৫% (১/৪০ অংশ) সম্পদ যাকাত হিসেবে দিতে হয়।
যাকাতের অর্থ আটটি খাতে ব্যয় করা যায়: গরিব, মিসকিন, যাকাত আদায়কারী, নতুন মুসলিম, দাস মুক্তি, ঋণগ্রস্ত, আল্লাহর পথে, মুসাফির।
যাকাতের উপকারিতা
আত্মশুদ্ধি ও ধন-সম্পদের পরিশুদ্ধি ঘটে।
সমাজে দারিদ্র্য বিমোচন হয়।
ধনী-গরিবের মধ্যে সহমর্মিতা ও সম্পর্ক গড়ে ওঠে।
আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয় এবং পরকালের পুরস্কার লাভ হয়
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: