#সুস্থ
Автор: কৃষির জানালা
Загружено: 2023-09-14
Просмотров: 172
Описание:
/ @krishirjanala
সুস্থ গরু চেনার উপায়(How do identify a Healthy Cow):
সুস্থ গরুর গতিবিধি চটপটে থাকে। কান ও লেজ দিয়ে মশা মাছি তাড়ায়।
সুস্থ গরুর নাকের ওপরের অংশটা ভেজা বা বিন্দু বিন্দু ঘাম জমা থাকবে।
সুস্থ গরুর শরীরের রঙ উজ্জ্বল, পিঠের কুঁজ মোটা, টান টান ও দাগমুক্ত হবে।
সুস্থ গরু চেনার আরেকটি উপায় হচ্ছে মুখে জাবর কাটবে।
শরীরের পশম : পশুর পশম তার শরীরের অবস্থার বহিঃপ্রকাশ। সুস্থ ও নিরোগ প্রাণীর পশম খুব চকচকে দেখায়। শরীরের চামড়ায় কোথাও কোনো ক্ষত থাকবে না। পশু যে রঙের হোক না কেন তা উজ্জ্বল দেখাবে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো থাকলে ত্বকে কোনো ধরনের উকুন বা আঠুলি থাকবে না।
চলাফেরা : প্রাণীর চলাফেরা বা অঙ্গভঙ্গি দেখে সুস্থতা বোঝা যায়। সুস্থ প্রাণী থাকবে সচেতন ও সতর্ক অবস্থানে।
প্রতিক্রিয়া : ধরুন আপনি তাকে মারতে বা ভয় দেখাতে চাচ্ছেন এবং সে আপনার থেকে সরে যাচ্ছে বা প্রতিক্রিয়া দেখাচ্ছে। এটা সুস্থ প্রাণীর লক্ষণ।
শ্বাস-প্রশ্বাসের স্বাভাবিকতা : সুস্থ প্রাণীর শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক থাকবে। খুব বেশি শ্বাস-প্রশ্বাস ও অস্থিরতা অসুস্থতার লক্ষণ। তবে বর্তমানে পরিবেশের তাপমাত্রা এবং শহরের হাটগুলোতে অনেক দূর থেকে গরু নিয়ে আসার কারণে, প্রথম দিকে কিছুটা শ্বাস-প্রশ্বাস বেশি হতে পারে। সজাগ দৃষ্টি রেখে দেখতে হবে। আবহাওয়াগত কারণে শ্বাস-প্রশ্বাস বেড়ে থাকলে তা কোনো রোগের লক্ষণ নয়।
শরীরের তাপমাত্রা স্বাভাবিক : গরুর তাপমাত্রা ১০০-১০১.৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত স্বাভাবিক থাকে।
খাবার গ্রহণে আগ্রহ : সুস্থ প্রাণীর খাবার গ্রহণে আগ্রহ থাকবে। যদি তার সামনে খাবার থাকে তাহলে সে খাবে বা আগ্রহ প্রকাশ করবে।
মাজেল বা নাকের নিচের অংশ ভেজা থাকবে : সুস্থ প্রাণীর আরেকটি বৈশিষ্ট্য তার মাজেল আদ্র বা ভেজা থাকবে।
পায়খানা ও প্রস্রাব : সুস্থ প্রাণীর পায়খানা হবে নির্দিষ্ট ধরনের। গরুর ক্ষেত্রে খুব পাতলা বা খুব শক্ত নয় এমন। আর মলে খুব দুর্গন্ধ থাকবে না। প্রস্রাবের রং থাকবে হালকা, পায়খানার রাস্তাসহ পেছনের পা পরিষ্কার থাকবে।
শরীরে পানি জমে থাকবে না : সুস্থ প্রাণীর শরীরে যদি আপনি আঙুল দিয়ে চাপ দেন, তাহলে মোটাতাজা স্বাস্থ্যের প্রাণীর ক্ষেত্রে গর্তের সৃষ্টি হবে কিন্তু ছেড়ে দিলে সঙ্গে সঙ্গে পূর্বের অবস্থায় ফিরে আসবে।
হাঁটাচলা : কেনার আগে অল্প জায়গায় হলেও হাঁটিয়ে নেবেন। এতে পায়ে সমস্যা থাকলে ধরা পড়বে। হাটানোর সময় গরুর চারপাশের সমন্বয় লক্ষ্য রাখতে হবে।
#সুস্থ গরু চেনার উপায়
#গরু মোটাতাজা করতে হলে কি কি দেখতে হবে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: