পবিত্র নগরী মদিনা থেকে 153 কিলোমিটার পূর্ব দক্ষিণ কোণে অবস্থিত ঐতিহাসিক বদর প্রান্তর।
Автор: Abdul Awal
Загружено: 2024-07-11
Просмотров: 2
Описание: পবিত্র নগরী মদিনা থেকে 153 কিলোমিটার পূর্ব দক্ষিণ কোণে অবস্থিত ঐতিহাসিক বদর প্রান্তর। কাফিরদের সাথে মুসলমানদের প্রথম সশস্ত্র যুদ্ধ এখানে হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করেন। সহস্রাধিক কাফেরদের সাথে এই অসম যুদ্ধে মুসলমানগণ বিজয়ী হন। মহান রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে সরাসরি এই যুদ্ধে মুসলমানদের সহায়তা করেন। কাফেরদের মধ্য থেকে 70 জন নির্মমভাবে নিহত হন। আবু জেহেল নির্মমভাবে নিহত হয়েছিলেন। অন্যদিকে 11 জন সাহাবী এই যুদ্ধে শহীদ হন। ঐতিহাসিক বদর প্রান্তরে গড়ে উঠেছে সুন্দর দৃষ্টিনন্দন মসজিদ এবং শহীদদের সমাধি স্থান। মহান রাব্বুল আলামিন বিশ্বের সকল মুমিন বান্দাদের কে ইসলামের এই ঐতিহাসিক নিদর্শন ও গুরুত্বপূর্ণ স্থান বদর প্রান্তর দেখার তৌফিক দান করুন আমিন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: