মাওলা তোমার এই দুনিয়ায় মন ভাঙলে জানি | viral song bangla | bangla folk song | নতুন বাংলা গান |
Автор: Wind Eyes
Загружено: 2025-10-21
Просмотров: 26
Описание:
মাওলা তোমার এই দুনিয়ায় মন ভাঙলে জানি / অন্তরে অন্তরে মাওলা তোমার ঘর - এই জনপ্রিয় গানটি মিরপুরের রূপনগর আবাসিক এলাকার রূপনগর কমিউনিটি সেন্টারের একটি অনুষ্ঠানে এক ভাই অসাধারণ সুরে গেয়েছেন।
উপস্থিত জনতার অনুরোধে ছোট মঞ্চে এই শিল্পীর স্বতঃস্ফূর্ত পরিবেশনা সত্যিই মনোমুগ্ধকর ছিল। তিনি নিজেকে তালে তালে এই গানটিতে তুলে ধরেছেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটি ক্যাপচার করার সময় উপস্থিত সবার উচ্ছ্বাস ও ভালোবাসা ছিল চোখে পড়ার মতো।
স্থান: রূপনগর কমিউনিটি সেন্টার, রূপনগর আবাসিক এলাকা, মিরপুর, ঢাকা।
গান: মাওলা তোমার এই দুনিয়ায় মন ভাঙলে জানি (অন্তরে অন্তরে মাওলা তোমার ঘর)
বিশেষত্ব: ছোট মঞ্চে অসাধারণ লোকসংগীত পরিবেশনা।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: