প্রসিদ্ধ ৬ টি হাদিস গ্রন্থ, কিতাবুস সিত্তাহ // সিয়াহ সিত্তাহ: 01719-301827- ইসলামিক ফাউন্ডেশন।।
Автор: ইসলামিক বণিক ডট কম
Загружено: 2024-09-03
Просмотров: 111
Описание:
01719301827
www.islamicbonik.com
সিহাহ সিত্তাহ বা কুতুবুস সিত্তাহ (আরবি: الكتب السته; Al-Kutub Al-Sittah) হাদিসের প্রধান ছয়টি গ্রন্থকে একত্রিতভাবে বলা হয়ে থাকে। কুতুব আল সিত্তাহ দ্বারা ছয়টি গ্রন্থ এবং সিহাহ সিত্তাহ দ্বারা "নির্ভুল ছয়" বোঝানো হয়।
সিহাহ সিত্তাহ কি বা কাকে বলে? এ হাদিস গ্রন্থ কয়টি ও কি কি?
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর কথা, কাজ, বাণী ও মৌনসম্মতিকে হাদিস বলে। রাসূল (সাঃ) এর জীবদ্দশায় হাদিস সংকলন করা নিষিদ্ধ ছিল। তাই রাসূল (সাঃ) এর শেষ জীবন ও পরবর্তী সময়ে হাদিস সংকলন শুরু হয়। আর সেই সংকলনের বিশুদ্ধতম ৬ টি হাদিস গ্রন্থই হলো সিহাহ সিত্তাহ।
সিহাহ সিত্তাহ এর পরিচয়
সহিহ আরবি শব্দ। যার বহুবচন হলো সিহাহ। সিহাহ অর্থ হলো বিশুদ্ধ, নির্ভুল। আর সিত্তা অর্থ হলো ছয়। অর্থাৎ, শব্দ দুটির অর্থ হলো বিশুদ্ধ ছয়খানা অর্থাৎ, হাদিসের ছয়টি বিশুদ্ধ গ্রন্থ।
হাদীসের প্রধান ৬ টি গ্রন্থকে একত্রে সিহাহ সিত্তাহ বলা হয়। এটি দ্বারা “নির্ভুল ৬” বুঝানো হয়।
পড়ুন – মুমিন কাকে বলে? মুমিনের কি কি বৈশিষ্ট্য বা গুণাবলি থাকা আবশ্যক?
ইসলামী শরিয়তের পরিভাষায়, “হিজরী ৩য় শতাব্দীতে হাদিস গ্রন্থের যে ৬ টি বিশুদ্ধ গ্রন্থ সংকলন করা হয় তাই সিহাহ সিত্তাহ।
জমহুর মুহাদ্দিসিন-ই-কিরামের মতে, “হাদিস শাস্ত্রের বিশুদ্ধতম ৬ টি সংকলনকে একত্রে সিহাহ সিত্তাহ বলে।”
মুহাদ্দিসগণ বলেন, “হাদিস শাস্ত্রে যে ৬ খানি সংকলনের বিশুদ্ধতা ও প্রমাণের ব্যাপারে সর্বজন বিদিত ও স্বীকৃত তাই সিহাহ সিত্তাহ।”
এ গ্রন্থগুলো নবী (সাঃ) এর মৃত্যুর ২০০ বছর পর ৬ জন সংগ্রহকারীর দ্বারা সংগৃহীত হয়েছে।
সিহাহ সিত্তাহ গ্রন্থ ও এর সংকলক
সিহাহ সিত্তাহ গ্রন্থ ৬ টি। এগুলো হলো –
গ্রন্থের নাম সংকলকের নাম হাদিসের সংখ্যা
সহিহুল বুখারি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী ৭২৭৫ টি
সহীহ মুসলিম আবুল হুসাইন মুসলিম ইবনে হাজ্জাজ ইবনে মুসলিম ৯২০০ টি
জামিউত তিরমিজী আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত তিরমিজী ৩৬০৮ টি
সুনানে আল নাসাঈ আবু আব্দুর রহমান আহমদ ইবনে আলী ইবনে শোয়াইব ৫৭৫৮ টি
সুনানে আবু দাউদ আবু দাউদ সুলাইমান ইবনে আস আম ৫১৮৪ টি
সুনানে ইবনে মাজাহ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইয়াযিদ ইবনে মাজাহ ৪৩৪১ টি
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: