রাহুর অশুভ দশা দূর করার উপায়
Автор: সুখের চাবিকাঠি (SUKHER CHABIKATHI)
Загружено: 2024-01-22
Просмотров: 549530
Описание:
রাহুর দশা থেকে মুক্তির একমাত্র পথ
জন্মছকে রাহু অশুভ স্থানে থাকলে জাতকের জীবনে নানা সমস্যা দেখা দেয়। জেনে নিন রাহুর দোষ কাটাতে প্রতি শনিবার কোন কোন কাজ অবশ্যই করা জরুরি।
বৈদিক জ্যোতিষ অনুসারে রাহু হল অত্যন্ত নিষ্ঠুর এক ছায়া গ্রহ। যখন যার কোষ্ঠীতে রাহুর অশুভ ছায়া পড়ে, তখন তার জীবনের খারাপ সময় শুরু হয়। রাহুর খারাপ প্রভাব থাকলে জাতকের জীবনে একের পর এক খারাপ ঘটনা চলতে থাকে। ভয়ের স্বপ্ন দেখা, শরীরে দুর্বলতা আর আলস্য বোধ করা হল খারাপ রাহুর ইঙ্গিত। জেনে নিন রাহুর অশুভ দশা দূর করতে কী কী উপায় অবলম্বন করা যায়।
রাহুর অশুভ দশা দূর করার উপায়
জন্মছকে রাহুর অশুভ দৃষ্টি থাকলে তা দূর করতে প্রতি সোমবার ও শনিবার শিবলিঙ্গে জল ঢালুন। তার সঙ্গে কালো তিল নিবেদন করুন। এর সঙ্গে প্রতি শনি ও সোমবারে সকালে স্নান সেরে ১০৮ বার 'ওম রা রাহাভে নমহঃ' মন্ত্র জপ করুন। এর ফলে শিবের আশীর্বাদে রাহুর অশুভ দশা কেটে যাবে।
আপনার জন্মছকে যদি রাহু অশুভ স্থানে থাকে তাহলে বুধবার থেকে শুরু করে টানা ৭ দিন কোনও কালো কুকুরকে মিষ্টি রুটি খাওয়ান। এর ফলে রাহুর অশুভ দশা কেটে যাবে। প্রচলিত বিশ্বাস অনুসারে মন দিয়ে মহাদেবের আরাধনা করলে রাহুর দোষ কেটে যায়।
রাহুর খারাপ দশা চললে বেশি করে নীল রঙের পোশাক পরুন। যাদের কোষ্ঠীতে রাহু খারাপ স্থানে রয়েছে, তাদের মদ ও মাংস পুরোপুরি ত্যাগ করা উচিত। সত্য কথা বলুন ও ভালো কাজ করুন। তার সঙ্গে শিব চালিশা ও শিব পুরাণ পাঠ করুন। এর ফলে রাহুর অশুভ দশা কেটে যাবে।
রাহুর কোষ্ঠীতে নীচস্থ হলে একটি তামার পাত্রে জল নিয়ে তার মধ্যে কুশ ও দূর্বা রাখুন। স্নানের পর এই জল অশ্বত্থ গাছের গোড়ায় ঢেলে দিন। এর ফলে রাহুর দোষ কেটে যাবে। টানা সাত শনিবার ধরে এই কাজ করে যেতে হবে।
রাহুকে শুভ প্রভাব লাভ করতে শনিবারে কালো তিল খান। রাহুর দোষ কাটানোর পাশাপাশি শনির অশুভ দশা থেকে মুক্তি পেতেও এই উপায় অত্যন্ত কার্যকরী।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: