২০ মিনিটে ফুল কোর্স !! হায়েস গাড়ি চালানো শিখুন মাত্র Car Driving Full Traning For Beginner's
Автор: S M SHAHIN
Загружено: 2020-12-09
Просмотров: 31
Описание:
হায়েজ খুবই প্রয়োজনীয় একটি গাড়ি।যদি নিজের একটি হায়েস থাকে তাহলে খুব সহজেই সময়ের সাশ্রয় করা সহ সকল কাজই যথা সসয়ে করা সম্ভব হয়। তাছারা আজকাল হায়েজ গাড়ি বানিজ্যিক ভাবেও ব্যাবহার করা হচ্ছে। ভাড়ায় চালিয়ে লাখ লাখ টাকা ইনমাম করছে অনেকেই। তাই হায়েজ চালানো শিখাটা সবার জন্যই জরুরি।
সেইজন্যই আমার আজকের ভিডিওতে আমি আপনাকে হায়েজ গাড়ি চালানোর নিয়মটা বলবো।
প্রাইভেটকার বা হায়েস চালাতে হলে অবশ্যই আপনাকে এটা শিখে নিতে হবে।না শিখে কখনো চালানো সম্ভব না।
আজ আমি হায়েস চালানোর সকল কৌশল বিস্তারিত ভাবে শিখাব।
গাড়ী চালাতে হলে নিম্ন লিখিত ট্রিপস গুলো মনে রাখা জরুরীঃ
__________________________________________________________
প্রথমে আপনাকে হায়েস এর ভিবিন্ন সুইচ সম্পর্কে ধারনা নিতে হবে।ভিডিওতে সকল সুইচের ধারনা দেওয়া হয়েছে দেখে নিন।
১/ গাড়ী চালাতে হলে প্রথমেই আপনাকে খেয়াল রাখতে হবে গাড়িটা নিউটাল আছে কিনা।নিউটাল বলতে বুঝানো হয় গাড়িটি সম্পুর্ন গিয়ার ফ্রি কিনা যদি গাড়ীটি গিয়ার ফ্রি থাকে তখন গাড়িতে চাবি দ্বারা ষ্টাট করুন।এবং ডান পা-টি এক্সসেলেটর লিবারে রেখে হালকা চাপ দিন দেখবেন গাড়িটি সুন্দর শব্দ করছে।
২। মিটার বোর্ডের দিকে খেয়াল করুন যেমন গাড়ির ইন্জিনের তাপমাত্রা,জ্বালানী,ইন্ডিকেটর লাইট সহ প্রয়োজনীয় সরন্জাম কাজ করে কিনা বা সব ওকে আছে কিনা। যদি ওকে থাকে
৩/ এবার খেয়াল করুন গাড়ির সামনে ও পিছনে যাওয়ার জন্য পর্যাপ্ত পরিমান জায়গা আছে কিনা যদি থাকে এ অবস্থায় গাড়ি চালানো যেতে পারে।
৪/ এবার ষ্টিয়ারিং টি শক্ত করে দরুন।
৫/ তারপর ডান পাঁ রাখা এক্সসেলেটর লিবারটি হালকা চাপ দিয়ে ইন্জিনে পর্যাপ্ত শক্তি তৌরি করুন।
৬/আস্তে আস্তে এক্সিলেটর ছারুন আপনার গাড়ি সামনের দিকে যাওয়া শুরু করবে।
৭/ এবার আসুন গাড়ি থামাবেন কিভাবে?
গাড়ি থামানোর জন্য এক্সেলেটরে রাখা পাটি সরিয়ে নিন, তারপর অাস্তে আস্তে ব্রেক লিবারে চাপ দিন দেখবেন গাড়ি থেমে যাবে।
৮/ গাড়ি পেছনে নিতে Rear বা ব্যাক গিয়ার ব্যবহার করুন। ঠিক আগের মতই যেভাবে ১ নং গিয়ার পরিবর্তন করে সামনে গেলেন এবার এবাবেই পিছনে যাবেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: