Napittachora Waterfall || নাপিত্তাছড়া ঝর্ণা || মিঠাছড়ি || বাঘবিয়ানি || কুপিকাটাখুম || Part 2
Автор: Atif & Asma
Загружено: 2021-07-01
Просмотров: 278
Описание:
Napittachora Waterfall || নাপিত্তাছড়া ঝর্ণা । মিঠাছড়ি । বাঘবিয়ানি । কুপিকাটাখুম । মিরসরাই
চট্টগ্রামের মিরসরাই এর নাপিত্তাছড়া ট্রেইল (Napitta Chora Trail) এর কথা সবাই আগেই শুনেছেন। Napittachora যেতে হলে মিরসরাই এর নদুয়ার বাজার/হাট (নদুইয়ার/নয়দুয়ারীর বাজার/হাট) যেতে হয়। এখানে আসলে ঝর্ণা আছে তিনটা। ঝর্ণা তিনটার নাম হলো কুপিকাটাকুম, মিঠাছড়ি এবং বান্দরকুম বা বান্দরিছড়া। আর ঝর্ণাগুলোতে যাওয়ার ঝিরিপথটাকে নাপিত্তাছড়া ট্রেইল বলে।
নয়দুয়ারি বাজার থেকে যাত্রা শুরু করুন। চাইলে গ্রাম থেকে একজন গাইড নিয়ে নিতে পারেন, ৪০০-৫০০ টাকার মত নিবে ৪-৫ ঘন্টার জন্যে। এরপর পাহাড়ী অরণ্যে ঝিরিপথ বরাবর চলা শুরু করুন। ঝর্ণা ৩টি বেশি দূরে নয়। ৩০/৪০ মিনিট যাওয়ার পর প্রথম ঝর্ণা কুপিকাটাকুম পেয়ে যাবেন। অনেক সুন্দর একটা ঝর্ণা। ঝর্ণাতে পানির পরিমাণও ভালোই। ঝর্ণাটির সামনের পানির অংশটি কিছুটা গভীর। তাই একেবারে ঝর্ণার সামনে যেতে হলে আপনাকে সাঁতার কেটে যেতে হবে। ঝর্ণার পানি বেশ ঠান্ডা।
কুপিকাটাকুমে কিছুক্ষণ থাকার পর ২য় ঝর্ণা মিঠাছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করুন। মিঠাছড়ি ঝর্ণাতে যাওয়ার সময় ছোট একটি পাহাড়ের প্রায় খাড়া একটি ঢাল বেয়ে উপরে উঠতে হয়। এসময় কিছুটা সতর্ক থাকতে হয়। যাই হোক, ঝর্ণাটি বেশ কাছেই। ২০ মিনিটের মধ্যেই মিঠাছড়ি ঝর্ণাতে পৌঁছে যাবেন। ঝর্ণাটির উচ্চতা বেশ। উপর থেকে পানি পতনের সময় অর্ধেকটা অংশ পার হবার পর দুই ভাগ হয়ে দুই দিকে পানি পড়েছে। বর্ষার সময় এই ঝর্ণাটি খুব সুন্দর দেখায়।
এখানে কিছুক্ষণ থাকার পর ৩য় ঝর্ণা বান্দরকুম বা বান্দরিছড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করুন। প্রায় ৪০/৪৫ মিনিট ঝিরি পথ বরাবর হাটার পর ঝর্ণাটি পেয়ে যাবেন। এই ঝর্ণাটিও বেশ সুন্দর। ৩টি ঝর্ণার মধ্যে এই ঝর্ণাটির উচ্চতা সবচেয়ে বেশি। ঝর্ণাতে যাওয়ার ঝিরি পথটা অনেক সুন্দর। তেমন কোন রিস্ক কোথাও নেই। এজন্য বর্ষার সময় আসাটাই সবচেয়ে ভাল সময়, তাহলে ঝর্ণার সর্বোচ্চ সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
কিভাবে যাবেন
আপনাকে চট্টগ্রামের মিরসরাই এর নয়দুয়ারি বাজার যেতে হবে। বাসে চট্টগ্রাম গেলে আপনি যাত্রার সময়ই সহজে মিরসরাই এর নয়দুয়ারি বাজার নেমে যেতে পারবেন। যদি বাসের ড্রাইভার নয়দুয়ারি না চেনে তবে মীরসরাই বাজারে নেমে সিএনজি করে নদুয়ার হাট যেতে পারবেন। জনপ্রতি ১০টাকা নেবে লোকাল সিএনজি। কিন্তু আপনি যদি ট্রেনে করে চিটাগাং শহরে নামেন, তাহলে আবার বাসে করে প্রায় দেড় ঘন্টার উল্টা জার্নি করে আপনাকে মিরসরাই আসতে হবে।
চট্টগ্রাম শহর এর অলংকার মোড় থেকে চয়েস বাস মিরসরাই যায়। ভাড়া পার পার্সন ৮০ টাকা।
কিংবা ফেনীর বাসে উঠে ফেনী নেমে সেখান থেকে লোকাল বাসে মিরসরাই এর নয়দুয়ারি নামবেন। নয়দুয়ারি বাজার থেকে সোজা ৪০ মিনিটের পায়ে হাঁটার রাস্তা।
গাইড
স্থানীয় মানুষজনকে গাইড হিসেবে নিয়ে নিতে পারেন। আপনারা আপনাদের সুবিধা মত দামে কথা বলে ঠিক করে নিবেন। তৌহিদুল ইসলাম মোবাইল নাম্বার: ০১৮৬০৮৯৫৬৯৭, ০১৮৭৭৫৪২৬৪২
সাথে যা নিতে হবে / প্রস্তুতি
যেহেতু পাহাড়ি রাস্তা, সেহেতু সাথে কিছু ঔষধ নেয়া যেতে পারে।
কাটাছেড়ার হতে পারে তাই কিছু ব্যান্ডেজ আর ডেটল জাতীয় এন্টিসেপটিক।
বিঃদ্রঃ বাজার থেকেই শুকনো খাবার আর প্রচুর , প্রচুর পরিমাণে পানি নিয়ে যান। ট্রেইলে ময়লা,আবর্জনা ফেলবেন না।
করোনার প্রাদুর্ভাব বেরে যাওয়ায় অনেক ট্যুরিষ্ট প্লেস গুলোতে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। তাই সেখানে ভ্রমণের প্ল্যান করলে আগে থেকে ভালো ভাবে খোঁজ খবর নিয়ে যাবেন।
অল্প কিছু সহজ প্রশ্নের উত্তর দিয়ে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার তারা জিতে নিতে পারেন আমার ব্যবহৃত weebill s gimbal টি।
প্রথমে আপনাদের যেতে হবে ইউটিউবে এবং সার্চ বারে আমার নাম অর্থাৎ ইংরেজিতে Atif Khaled লিখে সার্চ করতে হবে। মনে রাখবেন শুধুমাত্র আমার সাবস্ক্রাইবাররাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
আমার ইউটিউব চ্যানেলটি পাওয়ার পরে আপনাদেরকে ভিডিও লিস্ট থেকে আমার নাপিত্তাছরি এর উপর করা ভিডিও দুইটি (অর্থাৎ পার্ট ওয়ান এবং পার্ট টু) দেখতে হবে। প্রথম অদ্বিতীয় ভিডিওর কমেন্টসে এবং ডেসক্রিপশন এ আমি প্রশ্নগুলি পিন করে দিব, আপনাদেরকে ভিডিও দুইটি দেখে প্রশ্নগুলির উত্তর সঠিকভাবে প্রশ্ন নাম্বারের বিপরীতে লিখে ইমেইল করতে হবে, কত মিনিট কত সেকেন্ডে উত্তর গুলো আছে সেটা উত্তরের সাথে মেনশন করে দিতে হবে।
উদাহরণস্বরূপ, "১, আপনার উত্তর, ৩'৪৫"।
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে, স্ক্রিনশট নিয়ে প্রশ্নগুলোর উত্তর সহ আমার ইমেইল এড্রেসে মেইল করতে হবে। আমার ইমেইল এড্রেস: [email protected], এবং আমার ফেসবুক পেইজে লাইক দিয়ে স্ক্রিনশট নিয়ে একই ইমেইল এড্রেসে মেইল করতে হবে। দুইটি স্ক্রীনশটই এক ইমেইলে পাঠাতে হবে একসাথে। মেলে অবশ্যই আপনার নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার দিবেন যাতে আপনার সাথে যোগাযোগ করা যায়।
সঠিক উত্তরদাতা অনেকেই হবেন সেই জন্য আমি লাইভ একটি লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করব লাইভ টি অবশ্যই আমার ফেসবুক পেজে হবে সুতরাং ফেসবুকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।
১। পাথরের নিচ থেকে কয়টা সাপ বের হয়েছিল?
২। আমার ড্রাগস কি?
৩। আমার বাসা থেকে নাপিত্তাছড়া ট্রেইল এর কার পার্কিং কত কিলোমিটার?
৪। লেবুর শরবত অলা ভাইয়ের বয়স কত?
৫। প্রতিদিন লেবু শরবত এর দোকানে কত কলসি পানি লাগে?
৬। মামুন এর বয়স কত?
৭। প্রতি কেজি জাম এর দাম কত ছিল?
৮। কুয়ার পানির টেস্ট কোন মিনারেল ওয়াটারের মতন?
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: