Amar School.Audio Story By Nijhum Roj Nahan.আমার স্কুল আর....!!(প্রথম পর্ব)
Автор: NIJHUM ROJ NAHAN
Загружено: 2023-04-28
Просмотров: 38
Описание:
Amar School Ar.........!!(First Episode)
Audio Story By Nijhum Roj Nahan
আমার স্কুল আর......!!(প্রথম পর্ব)
লেখা ও কন্ঠ - নিঝুম রোজনাহান
#audiostory #audiostorytelling #love #school #schoollife #schoolmemories #schoollove #schoollifelove #love #ভালোবাসা #ভালোবাসার_গল্প #nijhumrojnahan #amarschool
ঘড়িতে তখন সকাল ৯ টা বেজে ৩০ মিনিট।রবিবারের সকালে নশিপুর উচ্চ বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে আছে আমান।স্কুলটা আজ অনেকটাই বদলে গিয়েছে।একসময়ের পুরনো দেওয়ালগুলো আজ নতুন রূপে সেজে উঠেছে।স্কুলের প্রধান ফটকটাও আজ পাল্টে গিয়েছে।
একসময়ের নশিপুর হাইস্কুল সংলগ্ন সাধারণ বাজারটাও আজ যথেষ্টই জাঁকজমক।বদলে গিয়েছে অনেককিছুই,শুধু বদলায়নি তার ছাত্রজীবনের প্রতিটি বই কেনার সেই 'শিক্ষাসাথী' দোকানের চশমা পরা মানুষটা।আজও সেই একইরকম থেকে গিয়েছে।
গেটটা খোলা দেখে স্কুলে ঢুকলো আমান।আরও অবাক হলো সে।ভেতরটা তো আরও পাল্টে গিয়েছে!!
দৌড়ে গেলো সে ২৪ নম্বর রুমটার দিকে।স্কুলে থাকাকালীন অনেক রুমেই থাকতে হয়েছে তাদের।কিন্তু,কিন্তু এই রুমটার প্রতি আমানের আলাদা ভালোবাসা আগাগোড়াই ছিলো।তার অনেক গল্প,কবিতা লেখার স্মৃতি জড়িয়ে আছে এখানে।
না,বেশি দেরি করা যাবেনা।হাতে অত সময় নেই।সমস্ত চিঠিগুলো আজই দিতে হবে।সফিক,হাবিব,ইমরান সহ বেশ কয়েকজন বন্ধু আর কয়েকজন স্যার,ব্যাস তাহলেই শেষ।
স্কুল থেকে বেরিয়েই কিছুক্ষণ যাওয়ার পর জাফরের মোড়ে উপস্থিত হয় আমান।এই মোড়টাও আজ কত পাল্টে গিয়েছে!!অবাক হয় আমান।
একটা দোকানের সামনে গিয়ে সে দাঁড়ায়।"সফিক মুদি ভান্ডার"
দোকানে ঢুকেই সে দেখে এক রোগা ছিপছিপে ব্যক্তি একজন কাস্টমারের সঙ্গে চিনির দাম নিয়ে তর্কাতর্কি করছে।
একদম ঠিক বলেছেন,এখান থেকে একদম চিনি কিনবেন না।এরা আমাদেরকেও ছোটোবেলায় ঠকাতো।
কি বলছেন আপনি,কতটুকু জানেন আমাকে?আমার দাদুর সময়ের দোকান।কোনোদিন গন্ডগোল হয়নি।
নিজের ছোটোবেলার বন্ধুকে কেন মিথ্যা বলছিস সফিক।
কে,কে আপনি?
আমান!!কতদিন পর দেখা।কেমন আছিস?চল আমাদের বাড়ি।
তোদের বাড়ি তো যাবোই।তবে এখন চল কয়েকজনকে চিঠি দিতে হবে।আগামী ১০ তারিখ আমার বিয়ে।তবে তোকে কিন্তু আমার সাথে কালকেই চলে যেতে হবে।
কি যে বলিস?আমি দোকানদার মানুষ।
তা এখন আর কাওকে চিঠি দিতে হবেনা।বিকেলে নুরসেদদার দোকানে আমরা সবাই যায়।ওখানেই সবাইকে চিঠি দিয়ে দিস।
সময় পেরিয়ে বিকেল আসে।ঘড়িতে বেজে ওঠে বিকেল ৫ টা।বহুদিন পর সবাইকে একসাথে দেখে কেঁদে ফেলে আমান।আজ সবাই নানাভাবে প্রতিষ্ঠিত।সে নিজেও একজন প্রতিষ্ঠিত সরকারি চাকরি করে।কিন্তু এই কিছুক্ষণের জন্য আবারও নিজের স্কুল জীবনে ফিরে যায় সে।
আচ্ছা সফিক,রূপসার বাড়ির সবার খবর কি রে?
আবার রূপসার কথা বলছিস?পুরোনো ব্যাথা আবার জাগিয়ে তোলার কি আছে?
না আসলে ওদের বাড়িতেও চিঠি দেবো।চল না আমার সাথে।
বাইকে স্টার্ট দেয় সফিক।তারা দুজন হাসপাতাল মোড়,জাফরের মোড়,নশিপুর হাইস্কুল মোড় পেরিয়ে এগোতে থাকে,এগোতে থাকে মেন রাস্তা ধরে এক পুরোনো,জরাজীর্ণ বাড়ির উদ্দেশ্যে।
১০ বছর আগের পুরোনো স্মৃতি ফিরছে আবার...আবারও..............................
(অসমাপ্ত)
Amar School
আমার স্কুল
School Love
School Life Love Story
School
Audio Story
Audio Story Telling
ভালোবাসা
ভালোবাসার গল্প
স্কুল জীবনের ভালোবাসার গল্প
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: